
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাক-ট্রেনের সংঘর্ষ ও তিনটি বগি বেলাইন হয়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক সহ দু’জন যাত্রী| এছাড়াও বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে একজন মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| ট্রেনের ভিতরে কেউ আটকে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে রাতভর তল্লাশি চালানো হয়|