নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ সুষ্ঠ প্রশাসন পরিচালনায় মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিক ওএসডি নিয়োগ করা হয়েছে৷ তাঁদের অধিকাংশই

বহিরাগত৷ কিন্তু, রাজ্যে বহিরাগত অফিসার আনার বিরুদ্ধে এবার কংগ্রেস সরব হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক তাপস দে কটাক্ষ করে বলেন, বর্তমানে রাজ্য সরকার নাগপুরের নির্দেশে চলছে৷ তাই মুখ্যমন্ত্রীর দপ্তরে একের পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ এদিকে, বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের আক্রোশ র্যালির অনুমতি না দেওয়ায় এদিন ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের টুটি টিপে ধরে জনগণের কণ্ঠ রোধ করতে চাইছে৷
এদিন তাপসবাবু বলেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে একে পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ তাঁদের মধ্যে অধিকাংশই বহিরাগত৷ তাঁর কটাক্ষ বর্তমান রাজ্য সরকার নাগপুরের নির্দেশেই চলছে৷ তাই একের পর এক ওএসডি নিয়োগ করা হচ্ছে৷ সম্প্রতি আরও দুই জন ওএসডি নিয়োগ করা হয়েছে৷ তাপস বাবুর দাবি, রাজ্য প্রশাসনে ওই ওএসডিদেরই গুরুত্ব রয়েছে৷ অন্য কাউকেই তেমন মূল্য দেওয়া হচ্ছে না৷
এদিকে, প্রাক্তন বিধায়ক গোপাল রায় বৃহস্পতিবার আগরতলায় আক্রোশ র্যালি পালন করতে না দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করেন৷ তাঁর কথায়, ওই দিন র্যালিতে অংশ গ্রহণকারী প্রায় চারশো কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু তাতেও দমে যাবেনা কংগ্রেস৷ এদিন তিনি কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন৷ রাজ্যপাল কর্ণাটকে কলঙ্কিত ইতিহাস রচনা করেছেন বলে গোপালবাবু কটাক্ষ করেন৷ এদিকে, পাহাভে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে বলে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ তাঁর কথায়, প্রাক্ নির্বাচনী কোনও প্রতিশ্রুতিই পালন হবে না৷