
ভাদিয়া থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার কুনকাভাব তালুকার ভায়াভাদার গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| সেই উপলক্ষ্যে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার সিঁড়ি নিয়ে যাওয়ার সময় অসাবধানবশত ১১,০০০ ভোল্ট বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে লোহার সিঁড়ি| তখনই বিদ্যুত্স্পৃষ্ট হন পাঁচজন শ্রমিক| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা|