
এখানেই শেষ নয়, কর্ণাটকে কংগ্রেস-জেডি (এস) সরকার গঠন ও রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘সংবিধান আক্রান্ত হচ্ছে| কর্ণাটকে একদিকে বিধায়করা রয়েছেন, অন্যদিকে রাজ্যপাল| জেডি (এস) বলছে তাঁদের বিধায়কদের ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে|’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি-আরএসএস নেতৃত্বের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|