
একইসঙ্গে নতুন পরিচয় হল সিদ্দারামাইয়ার| তিনি এখন কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| তবে ইয়েদুরাপ্পা শপথ নিলেও, শীর্ষ আদালতের নির্দেশের উপর নির্ভর করবে নতুন মুখ্যমন্ত্রীর ভাগ্য| পরবর্তী শুনানি হবে শুক্রবার সকাল সাড়ে দশটায়| তাই শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই| এমতাবস্থায় কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘এই বিষয়টি আদালতে পেন্ডিং রয়েছে| আমরা জনগণের কাছে যাবো এবং জনগণকে অবগত করবো, কিভাবে বিজেপি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে|’ অন্যদিকে, মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করে কুমারাস্বামী বলেছেন, ‘মোদী সরকার কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের অপব্যবহার করছে| আমি জানি, তাঁরা বিধায়কদের হুমকি দিচ্ছে|’