
দলের ২৩ জন ফুটবলারর গড়ে ১৯টি করে ম্যাচ খেলেছেন৷ ১৯৬২ পর ইংল্যান্ডের সব থেকে অনভিজ্ঞ বিশ্বকাপ দল এটি৷
ইংল্যান্ড স্কোয়াড:
গোলকিপার: জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), জর্ডন পিকফোর্ড (এভার্টন), নিক পোপ (বার্নলে)৷
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), জন স্টোনস (ম্যান সিটি), হ্যারি মাগুইর (লেস্টার), কায়রন ট্রাইপার (টটেনহ্যাম), ড্যানি রোজ (টটেনহ্যাম), অ্যাশলে ইয়ং (ম্যান ইউ), ফিল জোনস (ম্যান ইউ), গ্যারি কাহিল (চেলসি), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)৷
মিডফিল্ডার: এরিক ডায়ার (টটেনহ্যাম), ডেলে আলি (টটেনহ্যাম), লিংগার্ড (ম্যান ইউ), জর্ডন হেনডারসন (লিভারপুল), রুবেন লোটাস-চিক (ক্রিস্টাল প্যালেস), ফ্যাবিয়ান ডেফ (ম্যান সিটি)৷
ফরোয়ার্ড: জেমি ভার্ডি (লেস্টার), মার্কাস রাশফোর্ড (ম্যান ইউ), রহিম স্টার্লিং (ম্যান সিটি), হ্যারি কেন (টটেনহ্যাম), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)৷