বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : এক্সিট পোলের ভবিষ্যৎবাণীকে নস্যাৎ করে দিয়ে ফের ক্ষমতায় ফিরে আসার প্রসঙ্গে আশাবাদী সিদ্দারামাইয়া। রবিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক ট্যুইটবার্তায় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া লেখেন, ‘আগামী দুইদিন এক্সিট পোলে আমাদের বিনোদন দেবে। এক্সিট পোলে বিশ্বাস করা মানে হল যে ব্যক্তি সাঁতরে নদী পার হতে পারছে না। সে পরিসংখ্যানবিদের দ্বারস্ত হয়েছেন। যিনি তাকে বলছেন নদীর গড় নাব্যতা ৪ ফুট। মনে রাখা উচিত ৬ ফুট, ৪ ফুট এবং ২ ফুট যোগ করে গড় করলে তা হয় ৪/ ৬ ফুট গভীরতায় এক ব্যক্তি জলে ডুবে মারা যেতে পারে। তাই দলীয় কর্মী ও সমর্থকদের বলছি এক্সিট পল নিয়ে চিন্তা করবেন না। আনন্দ ও উপভোগ করুণ। কারণ ক্ষমতায় ফের আমরা আসছি।’
প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সমীক্ষায় দাবি করা হয়েছে কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে সিদ্দারামাইয়ার মতোই ফের ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আশা প্রকাশ করেছেন কর্ণাটকের কংগ্রেসের প্রদেশ সভাপতি জি পরমেশ্বর। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ম্যাজিক সংখ্যা ১১৩ র গণ্ডি পেরিয়ে রাজ্যের ফের কংগ্রেস ক্ষমতায় আসবে। দলের তৃণমূলস্তরের কর্মী, সমর্থক এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে এমটাই আমার মনে হয়েছে।’ কিন্তু যদি ত্রিশঙ্কুর প্রশ্নে তিনি নীরব থেকে গিয়েছেন। কংগ্রেস যদি জেতে তবে সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই তিনি জানিয়েছেন তা হাইকম্যাণ্ড ঠিক করবেন। এদিকে এদিন সিদ্দারামাইয়া জানিয়েছেন একজন দলিতের জন্য তিনি তার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন।
এদিন কংগ্রেসের আরও এক নেতা পবন খেরা জানিয়েছেন, জেডি(এস) জোটে্ যাওয়ার তেমন পরিস্থিতি তৈরি হবে না। এক্সিট পলের প্রতি আমার কোনও বিশ্বাস নেই।