নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আবার কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে৷ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী আগরতলার বেলতলি এলাকার এক মধ্য বয়সী ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু, জি বি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কেউই এই রোগীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে ইমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি৷ দীর্ঘক্ষণ চলতে থাকে অবহেলা৷
বিস্তর বোঝানো সত্ত্বেও রোগীর পরিবারের লোকদের কথায় কর্ণাপতই করেননি স্বাস্থ্যকর্মীরা৷ ফলে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় রোগীকে৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পর, শেষ পর্যন্ত রোগীর পরিজনেরা ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন৷ এরপর সম্বিত ফিরে কর্তব্যরত চিকিৎসকদের৷ তারপর স্ট্রেচার না থাকায় একে অপরকে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতে থাকে৷ কোনও ধরনের পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্করলাল দেব নামের ব্যক্তি৷ পরিবারের লোকদের অভিযোগ, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে প্রাণ গেল শঙ্করলাল দেবের৷ অক্সিজেন দেওয়া প্রয়োজন ছিল৷ কিন্তু, দীর্ঘসময় ধরে টালবাহানা চলতে থাকে৷ ফলে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়৷ ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থেকে পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ লোকেরা৷ বিষয়ের উপযুক্ত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা৷