নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বক্সনগর, ১২ মে৷৷ বিজেপি মানবতায় বিশ্বাস করে৷ সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাসী নয়৷ সব জাতীর মানুষের বিকাশ করাই বিজেপির লক্ষ্য৷ একথাগুলি বলেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি আব্দুল রসিদ আনসারী৷ আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন৷ তিনি বলেন, গতবার যখন তিনি রাজ্যে এসেছিলেন তখন তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এখানে বিজেপির সরকার গঠিত হবে৷ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করেছে৷ এর পেছনে সমস্ত অংশের বিজেপি কর্মী সমর্থকদের প্রচেষ্টা ছিল৷ আসন্ন লোকসভা নির্বাচনেও বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷
বক্সনগর সমর স্মৃতি মিলনায়তন হল ঘরে আজ দুপুর ১২৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি মূলক সম্মেলনের শুভ সূচনা হয় ৪২ টি বুথ থেকে অংশ গ্রহন করেন সভাপতি আব্দুল রসিদ আনসারী৷ বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে উনাকে গ্রহণ করা ও অভনতা করা ইত্যাদি উক্ত অনুষ্ঠানে আগা গোড়ার মধ্য মনি ছিল আনসারী বাবু৷ ভাষণে তিনি বলেন, ভারত বর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ-এই দেশের প্রতি আনুগত্য প্রদর্শন ও ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন করা-সকল জাতীর কর্তব্য৷ আজ সংখ্যালঘু অংশের মানুষ পিছনে পড়ে রয়েছে৷ তাদেরকে টেনে তুলে উন্নতির শিখরে পৌঁছানোই ভারতীয় জনতা পার্টির কাজ৷ দলের মধ্যে সংখ্যালঘু মানুষের সম্পর্ক আরো বেশী করে নিয়ে আসা তা না হলে বিজেপি-এর সবকা সাথ, সবকা বিকাশ হবে না৷ দীর্ঘ বৎসর যাবত কেন্দ্রে কংগ্রেস সরকার শাসনরাজ কায়েম করছে৷ শিক্ষা, স্বাস্থ্য, অন্ন বাসস্থানের জন্য সংখ্যালঘুরা আজও পেছনে পড়ে আছে আর রাজ্যে দীর্ঘ ২৫ বছর বাম জামানায় সংখ্যালঘু ভাই বোনের কি উন্নয়ন করেছে, তা আপনারা নিজেরা দেখেছেন৷ এই রাজ্যে ও বিজেপি এর সরকার গঠন হয়েছে আরো উন্নয়ন হবে বলেন আনসারী৷