শরিকি বিবাদে উত্তপ্ত করবুক, পথ অবরোধ আইপিএফটির, শ্লোগান উঠল তিপ্রাল্যান্ডেরও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ শরিকি বিবাদে উত্তপ্ত হয়ে রয়েছে করবুক মহকুমা৷ বিজেপি’র বিরুদ্ধে গুচ্ছ অভিযোগে শনিবার করবুকে সকাল

শনিবার করবুকে সড়ক অবরোধ করেছেন আইপিএফটির কর্মী সমর্থকরা৷ ছবি নিজস্ব৷

থেকে বিকাল পর্যন্ত রাস্তা অবরোধ করেছে আইপিএফটি৷ এদিন বিজেপি’র চিন্তা বাডিয়ে অবরোধস্থলে বিক্ষুব্ধরা বারবার তিপ্রাল্যান্ডের শ্লোগান দিচ্ছিলেন৷ আইপিএফটি’র দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে তাঁরা বিকাল চারটে নাগাদ অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু, শরিকি বিবাদ থেমে থাকবে না, তার ইঙ্গিতও তাঁরা দিয়েছেন৷

এদিকে, করবুকে অবরোধের জেরে গর্জিতেও আইপিএফটি কর্মীরা অবরোধ করেন৷ ফলে, অবরোধের মুখে পড়েছিলেন পর্যটন মন্ত্রী প্রণয়জিৎ সিংহ রায়৷ পর্যটন মন্ত্রীর এসকর্ট অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ জানানো সত্বেও তাঁরা তাতে রাজী হননি৷ ফলে, বাধ্য হয়ে পর্যটন মন্ত্রী অন্য পথে চলে যান৷

গত সোমবার থেকে করবুকে ঝামেলা শুরু হয়৷ করবুক বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরার উপর আইপিএফটি কর্মীদের আক্রমনের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়৷ দুই আইপিএফটি কর্মী লুচন রিয়াং এবং স্বপন দেববর্মাকে পুলিশ গ্রেপ্তারও করেছে৷ তাতে, আইপিএফটি প্রচন্ড ক্ষুব্ধ হয়৷ স্থানীয় সূত্রে খবর, করবুকে বিজেপি দলও দুইভাগে ভাগ হয়ে গিয়েছে৷ একাংশ বিজেপি নেতা কর্মী আইপিএফটিকে মদত দিয়ে চলেছেন৷ শনিবার রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করা হবে বলে গতকালই আইপিএফটি’র পক্ষ থেকে হুশিয়ারী দেওয়া হয়েছিল৷

এদিন সকালে ৮টা থেকেই করবুক বাজার চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে আইপিএফটি৷  তাঁদের দাবি, বিধায়ক নিগ্রহের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, ধৃত দুইজনকে বিনা শর্তে মুক্তি, স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ঘটনার মীমাংশা হোক এবং এসডিপিও মনিময় চাকমাকে চাকুরী থেকে বরখাস্ত করতে হবে৷ পাশাপাশি বিজেপি নেতা কমল দেওয়ানকে গ্রেপ্তার করতে হবে বলে দাবিতে অবরোধ আন্দোলন শুরু করে আইপিএফটি৷

অবরোধের খবর পেয়ে ছুটে যান গোমতী জেলা পুলিশ সুপার আর রেড্ডি, এসডিপিও অমরপুর, অম্পি, টিএসআর ৫ম ব্যাটিলিয়ানের কমাডেন্ট গমনজয় রিয়াং সহ বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী৷ অবরোধস্থলে জলকামানও নিয়ে রাখা হয়েছিল৷

এদিনের অবরোধ আন্দোলনে আইপিএফটি’র বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব অংশ নেন৷ আইপিএফটি সহ-সভাপতি অনন্ত দেববর্মা, দলের মহিলা সেলের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা, বীর বাহাদুর জমাতিয়া সহ একঝাঁক আইপিএফটি নেতা অবরোধস্থলে এদিন ছুটে গিয়েছেন৷ এছাড়াও বিভিন্ন স্থান থেকে আইপিএফটি সমর্থকরা এদিন অবরোধ আন্দোলনে যোগ দিয়েছেন৷ এদিনের অবরোধ কর্মসূচীতে পাঁচ শতাধিক দলীয় কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন বলে দাবি আইপিএফটি’র৷ অবরোধ সকাল আটটা থেকে শুরু হয়ে প্রত্যাহার হয় বিকাল সাড়ে চারটা নাগাদ৷ দীর্ঘ আট ঘন্টা এই রাস্তা দিয়ে কোন যানবাহন এমনকি পথচারিরাও যাতায়াত করতে পারেননি৷

এদিকে, অবরোধ প্রত্যাহার করার জন্য গোমতী জেলা পুলিশ সুপার বারবার অবরোধকারীদের সাথে কথা বলা চেষ্টা করেন৷ শেষে করবুক থানায় অবরোধকারীদের এক প্রতিনিধিদল পুলিশ প্রশাসনের সাথে আলোচনায় বসেন৷ তাতে, স্থির হয়, আইপিএফটি’র দাবিগুলি বিবেচনা করে দেখা হবে৷

পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার হলেও, অবরোধ চলাকালীন ভাষণে আইপিএফটি মহিলার সেলের সম্পাদিকার সাফ কথা, বিজেপিকে আরও নয় মাস সময় দিতে চাই৷ এই সময়ের মধ্যেই তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে জোট ভেঙ্গে বেরিয়ে আসার বিষয়ে চিন্তাভাবনা করবে আইপিএফটি৷ তাতে, স্পষ্ট বোঝা যাচ্ছে, লোকসভা নির্বাচনে একটি আসন আইপিএফটিকে না দিলে শরিকি বিবাদ আরও বাড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *