
স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিলেন পড়ুয়ারা| আচমকাই ছুরি নিয়ে হামলা চালায় আততায়ী| আততায়ী হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ন’জন| এছাড়াও গুরুতর জখম অবস্থায় অন্তত ১০ জন হাসপাতালে চিকিত্সাধীন| আক্রান্তদের বয়স ১২-১৫ বছরের মধ্যে|
Designed using Magazine News Byte. Powered by WordPress.