টানা দুই ঘন্টা সিবিআই জেরা করল বিজিতা নাথকে, আজ বাদল চৌধুরীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ টানা দুই ঘন্টা ধরে চলে জেরা৷

বিজিতা নাথকে জেরা করে বেরিয়ে আসেন সিবিআই অফিসাররা৷ ছবি নিজস্ব৷

বিজিতা নাথের আগরতলায় অবস্থিত এমএলএ হোস্টেলে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল৷ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, বিজিতা নাথকে জেরা করতে দুইজন সিবিআই আধিকারীক এমএলএ হোস্টেলে যান৷ পূর্ব নির্ধারিত সময় বেলা দুটোর কিছু সময় পর তাঁরা বিজিতা নাথের বাড়িতে প্রবেশ করেন৷ এরপর বাড়ির দরজা বন্ধ করে সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়৷ তবে বাড়ির বাইরে সাংবাদিক ছাড়া সাধারণ মানুষও ভিড় জমিয়েছিলেন৷ নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজিতা নাথের বাড়ির সামনে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল৷

বিজিতা নাথ মন্ত্রী থাকাকালীন সময়েও একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ তখন মহাকরণে তাঁর অফিসকক্ষেই জেরা করা হয়েছিল৷ কিন্তু, দ্বিতীয়বারের এই জিজ্ঞাসাবাদ যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷ অভিযোগ বিজিতা নাথ বিধানসভায় নির্বাচিত হয়ে আসার আগে রোজভ্যালির এজেন্ট হিসাবে কাজ করতেন৷ পরবর্তী সময়্যে তিনি রোজভ্যালির হয়ে অনেক প্রচার করেছেন বলে অভিযোগ৷ সর্বশেষে বিজিতা নাথের এক ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর সরকারি আবাসে৷ তিনিও রোজভ্যালীর এজেন্ট ছিলেন৷ বর্তমানে সিবিআই এর এই জিজ্ঞাসাবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সিবিআই এই পর্যায়ে দুইজন প্রাক্তন মন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে৷ ধারণা করা হচ্ছে, সিবিআই প্রয়োজনে আগরতলা থেকে বেশ কয়েকজনকে তুলে নিয়ে যেতেও পারে৷ গোটা বিষয়কে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ আগামীকাল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে নির্ধারিত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *