
নিজের বক্তব্যে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, ‘মানব উন্নয়ন সূচকের(হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স) নিরিখে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩১।’ দেশের বেহাল স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবার বিষয়ে তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত এই দুইটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষাদানের ফলাফলও খুব ভাল নয় একজন পঞ্চম শ্রেণীর পড়ুয়াকে যদি দ্বিতীয় শ্রেণীর কোনও অংক কষতে দেওয়া হয় তবে সে তা করতে পারবে না। পঞ্চম শ্রেণীর পড়ুয়া নিজের মাতৃভাষায় পরিষ্কার পড়তে পারে না। শিশুদের মৃত্যু হারও খুব বেশি। এই বিষয়েগুলিকে আমরা যদি গুরুত্ব না দিই তবে ধারাবাহিক উন্নয়ন ব্যহত হবে।’
পাশাপাশি দেশের পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলি মানব উন্নয়নে ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নের বৃদ্ধির জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে আনতে হবে। এর জন্য পরিকল্পনা রুপায়ণ করতে হবে।