নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ না, আমি রাজ্যবাসীর সঙ্গে গদ্দারী করব না৷ ত্রিপুরাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব৷ যেসব সংবাদপত্র সরকারের কাজের সমালোচনা করবে, ভুল ত্রুটি ধরিয়ে দেবে সেইসব সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করা হবে না৷ যা পাচ্ছে সেভাবেই পেয়ে যাবে৷ আমার উপর আস্থা রাখুন, আমি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না৷ আগরতলা টাউন হলে ‘নর্থইস্ট কালারর্স’ ইংরেজী দৈনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এর আগে, অনুষ্ঠানের বিশেষ অতিথি কলকাতার ‘এই সময়’ পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায় সংবাদপত্র ও সংবাদমাধ্যম নিয়ে ঝাঝালো বক্তব্য তুলে ধরে আমন্ত্রিত অভ্যাগতদের রীতিমতো নাড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, দেশের সংবাদপত্র বা প্রচার মাধ্যমের নববই শতাংশই সরকারী বিজ্ঞাপন নির্ভরতা ছাড়া বেঁচে থাকা দায়৷ আর এই অবস্থায় প্রায় সব সরকারই সংবাদপত্র বা প্রচার মাধ্যমকে কুক্ষিগত করে রাখতে সচেষ্ট হয়৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সনিবয়ে এই বিষয়ে অবহিত করে ব্যতিক্রমী পদক্ষেপের জন্য অনুরোধ জানান৷ আর সুমন চট্টোপাধ্যায়ের কথার রেশ টেনেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন সমালোচনায় বিদ্ধ করলেও তাঁর সরকার সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধের পথে হাটবে না৷ মুখ্যমন্ত্রী বলেন, আমার সরকারের বয়স প্রায় একমাস৷ আমার রাজনৈতিক জীবন দুই বছর নয় মাস৷ মুখ্যমন্ত্রী বলেন, আমি যে দেশে যে সংসৃকতিতে জন্মগ্রহণ করেছি তা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা৷ ভারতের সভ্যতা ও সংসৃকতি বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতা৷ এই দেশেই সম্রাট হর্ষবর্ধন, মহামতি অশোক, সন্ন্যাসী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন৷ আলোচনায় প্রসঙ্গক্রমে তিনি বলেন, সবাই যদি ইতিবাচক চিন্তা করে তবে সমাজ এমনিতেই বদলে যাবে৷
মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের উচিত নয় সরকারকে প্রভাবিত করা৷ ত্রিপুরার ৩৭ লক্ষ মানুষকে প্রভাবিত করা উচিত৷ তবেই সরকার সঠিক পথে চলবে৷ তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে যে কাজ হাতে নিয়েছে তার সব থেকে বড় ক্ষেত্র হলো পর্যটন৷ আমাদের রাজ্যের পর্যটনের সম্ভাবনা সবার কাছে তুলে ধরতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, ব্রিটিশরা ভারতের মানুষকে হয়রান করতে আইপিসির বিভিন্ন ধারা তৈরী করেছিল৷ এগুলির পরিবর্তনের জন্য অনেকেই চিন্তা করেছেন৷ কিন্তু, কেউ হাত লাগাননি৷ জিএসটির কথাও চিন্তা করেছিলেন, কিন্তু চালু করেননি৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আইপিসি ধারায় হাত লাগিয়েছেন, জিএসটি চালু করেছেন৷ তিনি বলেন, সরকারকে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়৷ ত্রিপুরার নতুন সরকার নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে চাইছে৷ নতুন সরকারকে সময় দিতে হবে৷ সরকারের উপর বিশ্বাস রাখতে হবে৷
বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোধ্যায়ের অনবদ্য আলোচনা আমন্ত্রিত অতিথিদের যথেষ্ট নাড়া দেয়৷ তিনি বলেন, কোনও শাসকই সংবাদপত্রের স্বাধীন সমালোচনাকে বরদাস্ত করতে পারে না৷ এই প্রসঙ্গে তিনি তামিলনাড়ুর প্রয়াতা মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রসঙ্গও টেনে আনেন৷ কিভাবে স্বাধীন সংবাদপত্রকে মামলার পর মামলা লাগিয়ে টাইট দিতেন তাও স্মরণ করেন৷ তিনি বলেন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারে মতপ্রকাশের স্বাধীনতা আছে৷ সংবাদপত্রের স্বাধীনতা নেই৷ আমরা বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে গর্ব করি৷ অথচ আমেরিকায় সংবাদপত্রের যে স্বাধীনতা আছে তার একশ ভাগের এক ভাগ স্বাধীনতাও এই ভারতে নেই৷ বিশ্বের সবচাইতে ক্ষমতাধর হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বিরুদ্ধে টেলিভিশনের প্রাইম টাইমে, সংবাদপত্রের প্রথম পাতায় কেচ্ছা কেলেংকারী প্রকাশ করা হচ্ছে৷ কোনও হুমকিতেই টলছে না মিডিয়া৷ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে প্রবীন এই সাংবাদিক জানিয়ে দেন সংবাদ মাধ্যমই দেশে বিপ্লবের সূচনা করে৷ তার প্রমাণ রয়েছে অনেক৷ ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারী করেও রেহাই পাননি৷ সংবাদ মাধ্যম যে অনেক ক্ষমতা রাখে তার প্রমাণের অভাব নেই৷
আজ দৈনিক সংবাদের প্রাণ পুরুষ প্রয়াত ভূপেন দত্ত ভৌমিকের মর্মর মুর্তি উন্মোচন হয় নতুন নগর ও জগন্নথাবাড়ী রোড অফিসে৷ সন্ধ্যায় আগরতলা টাউন হলে ইংরেজী দৈনিক ‘নর্থ ইস্ট কালার্স’ এর আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিশেষ অতিথি হিসেবে স্বামী হিতকামানন্দ মহারাজও সংবাদপত্র সম্পর্কে বক্তব্য রাখেন৷ সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে তিলকে তাল করা ও অসত্য মানহানিকর সংবাদ প্রকাশের ও মিডিয়ার ভূমিকার সমালোচনায় মুখর হন তিনি৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বিভাস সাহা৷ ধন্যবাদ জানান ভাইস চেয়ারম্যান সঞ্জয় পাল৷ উল্লেখ্য, নতুন এই ইংরেজী দৈনিকের সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রবীন সংবাদিক সঞ্জীব দেব৷
2018-04-19