ঝারসুগুড়া (ওডিশা), ১৯ এপ্রিল (হি.স.): দিন দুয়েক আগে ওডিশার ঝারসুগুড়া জেলায় বাগডিহি ফরেস্ট রেঞ্জ এলাকায় রেলওয়ে ক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারটি হাতির| ওই ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সুশান্ত কুমার| কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে বন দফতরের চারজন আধিকারিককে| বন দফতর সূত্রের খবর, ডিএফও সুশান্ত কুমার সাসপেন্ড করেছেন বন দফতরের আধিকারিক বসন্ত প্রধান, ফরেস্ট গার্ড বিশ্বনাথ প্রধান, সুনীল ভোই এবং রোহিত মাঝিকে| কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে|
এখানেই শেষ নয়, যেই ট্রেনের ধাক্কায় চারটি হাতির মৃতু্য হয়েছিল, সেই ট্রেনের চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বন দফতরের পক্ষ থেকে ঝারসুগুড়া স্টেশন ম্যানেজার এবং চক্রধরপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর কাছে চিঠি পাঠানো হয়েছে| উল্লেখ্য, গত সোমবার ভোরে বাগডিহি ফরেস্ট রেঞ্জ এলাকার হাওড়া-মুম্বই লাইনের তেলাডিহি লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পারাপার করছিল একটি পুরুষ হাতি, দু’টি স্ত্রী হাতি এবং একটি হস্তিশাবক| আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রেন| ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারটি হাতির|
বন দফতর সূত্রে খবর, হাতিদের চলাচল পথে ধীর গতিতে ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে| নিয়মানুযায়ী, হাতিদের করিডরে ঘন্টায় ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে হবে চালককে এবং হাতিদের সতর্ক করার জন্য সর্বদা হর্ন বাজাতে হবে| তা সত্ত্বেও, এমন ধরনের ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে|