বাড়ি-গাড়ি দাবি সংক্রান্ত মানিক সরকারের স্পষ্টীকরণ, বিতর্ক তুঙ্গে

আগরতলা, ১৬ এপ্রিল (হিস)৷৷ গরিবিয়ানার তকমা লাগানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ি, গাড়ি চাওয়ার ইস্যুতে মুখোশ খুলে পড়েছে৷ এমনকি সংশ্লিষ্ট বিষয়ে পার্টি নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে নিজেদের গরিবের প্রতিনিধি বলে দাবি করা সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভার সচিবের কাছে চিঠি পাঠিয়ে একটি সর্বসুবিধাযুক্ত বাড়ি এবং অত্যাধুনিক বিলাসবহুলর গাড়ি চেয়েছেন৷ রাজ্য বিধানসভা থেকেও এর সত্যতা জানা যায়৷ খবর প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে সমালোচনার ঝড় উঠে৷
তবে এতদিন নিজেকে দেশের সর্বাধিক গরিব মুখ্যমন্ত্রী বলে প্রচার করা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই খবরের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন৷ তিনি স্বীকার করে বলেন, শিশুবিহার সুকলের পেচনে অর্থাৎ প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথের সেই সময়কালের কোয়ার্টায়ের সঙ্গে যে ফ্ল্যাল্ট হচ্ছে সেখানেই তিনি একটি আবাসন চেয়েছেন৷ একই সঙ্গে একটি গাড়িও চাওয়া হয়েছে৷ বিধাসভার সদস্য হিসাবে শপথ গ্রহণের পর এবং বিরোধী দলনেতা ঘোষণার পর তাকে একটি বলেরো গাড়ি দেওয়া হয়েছিল৷ এই গাড়িটি তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন৷ তিনি তাকে একটি ইন্ডিকা অথবা স্কোরপিও গাড়ি দিতে বলেছেন৷ বিধানসভা সচিবলায় সূত্রে জানা গেছে, এটা ঠিক, সদস্য হিসাবে শপথ গ্রহণেরক পর মানিক সরকারকে একটি বলেরো গাড়ি দেওয়া হয়েছিল৷ সেই গাড়িটি নতুন৷ একাদশ বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র করের মেয়াদ দফুরানোর মাত্র কিছু দিন আগে উপাধ্যক্ষের জন্যই দেখেশুনে এই গাড়িটি ক্রয় করা হয়েছিল৷ এটিই তাঁকে দেওয়া হয়েছিল৷ কিন্ত মানিক সরকার সেটি ফেরত পাঠিয়ে দিয়েছেন৷ চিঠিতে উল্লেখ না করলেও তিনি মুখ্যমন্ত্রীর অনুরূপ গাড়ি তাঁর জন্য দাবি করেছেন বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *