নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রেজিস্ট্রেশন নম্বর এবং মার্কশিটের দাবীতে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রীরা সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণবস্থান পালন করেছে৷ তাদের এই গণবস্থান আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য তথা বিজেপি নেতা অরুণোদয় সাহা৷ তিনিও ছাত্রছাত্রীদের দাবীর সমর্থনে বক্তব্য রাখেন৷ পরে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আশ্বাস দিয়েছেন ছাত্রছাত্রীদের দাবীগুলি বিবেচনা করে দেখা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷
সংবাদে প্রকাশ, আগরতলা শহরের কাছে বাইপাস রোডের পাশে ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়৷ মূলত এই প্রতিষ্ঠানটি হচ্ছে তামিলনাড়ুর শ্রী শংকরা এডুকেশনাল এন্ড চেরিটেবল ট্রাস্ট এর একটি অংশ৷ ত্রিপুরাসুন্দরী কলেজ অফ নার্সিংয়ে পাঠরত ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ফলাফল ও মার্কশিট দেওয়া হচ্ছে না৷ তাতে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে৷ এনিয়ে কয়েকদিন আগে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানটির গেইটে তালা দিয়ে প্রতিবাদ করেছিল৷ কিন্তু তাতেও কোন কাজ হয়নি৷ তাদের ফলাফল ও মার্কশিট কোনটাই দেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়েছে তারা সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণবস্থানে বসেন৷ তাদের দাবী অবিলম্বে তাদের ফলাফল ঘোষণা করতে হবে এবং মার্কশিট দিতে হবে৷
জানা গিয়েছে, গত বছরও ত্রিপরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নম্বর দেয়নি৷ তাতে তারা পরীক্ষায় বসার ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছিল৷ পরবর্তী সময়ে রাজ্য সরকারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়৷ এবছর আবার ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে৷ গোটা বিষয়টি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি দেখবেন৷ এই আশ্বাদের ভিত্তিতে ছাত্রছাত্রীরা এদিন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গণবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহু অভিযোগ উঠেছে৷ এই বিশ্ববিদ্যালয়ের গড়িমা দিনদিন তলানিতে যাচ্ছে৷
2018-04-17