নিজস্ব প্রতিনিধি, প্রতিনিধি, ১৬ এপ্রিল৷৷ কারাগারের জনৈক কর্মচারীর সরকারি আবাস থেকে উদ্ধার হয়েছে অপহৃতা নাবালিকা৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছে, সম্প্রতি ধর্মনগর হরের ১৬ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল৷ পুলিশ অপহৃত এবং সন্দিগ্দ অপহরনকারীদের কোনও সন্ধান পাচ্ছিল না গত কয়েকদিন ধরে৷ অভিযোগ রয়েছে ঐ নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে৷
অবশেষে গোপন সূত্রে খবর আসে, ধর্মনগর কারা অভ্যন্তরে সংশ্লিষ্ট কর্মীদের আবাসিক এলাকায় অপহৃতা নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে৷ এরপরেই পুলিশ ভোর রাতে কারাগারের আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করে এলাকাকে ঘিরে তল্লাশিষ অভিযান শুরু করে৷ পুলিশ জানিয়েছেষ কারাগারের মহিলা কর্মী সুমিতা দেববর্মার আবাস থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ একই সঙ্গে এই অপহরণ কান্ডের সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে৷ ধৃত এই পাঁচজনের মধ্যে বেশ কয়েকজন নাবালক রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তারপর সকলকে থানায় নিয়ে আসা হয়েছে৷ কারাকর্মী সুপিতা দেববর্মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এখনও তাকে গ্রেফতার না করা হলেও পুলিশ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
2018-04-17