ভুবনেশ্বর, ১৬ এপ্রিল (হি.স.) : সেমিফাইনালে ডুডুর একমাত্র গোলেই সুপার কাপের ফাইনালে উঠল ইষ্টবেঙ্গল। সোমবার ভুবনেশ্বরে গোয়াকে হারিয়ে ফাইনালে উঠে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ডুডুর অসন্তোষ সকলেরই জানা। সেই ডুডুই সুপার কাপের সেমিফাইনালে ত্রাতা হয়ে উঠলেন। আইজল ম্যাচের পর কলিঙ্গ স্টেডিয়ামে ৭৭ মিনিটে তাঁর জয়সূচক গোলেই সুপার কাপে ফাইনালে পৌঁছে যায় লাল-হলুদ ব্রিগেড।
জামশেদপুর এফ সির সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এফ সি গোয়ার তিন গুরুত্বপূর্ণ ফুটবলার লাল কার্ড দেখেছিল। এদিন সেই তিন ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল গোয়াকে। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল। একাধিক গোলের সুযোগও তৈরি করেছিল। ম্যাচের ৩ মিনিটেই সামাদ আলি মল্লিকের দুরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে আল আমনা সহজ সুযোগ নষ্ট করেন। দু-মিনিট পর আবার সহজ সুযোগ নষ্ট ডুডুর। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। প্রতি আক্রমণে উঠে এসে এফ সি গোয়াও বেশ কয়েকবার হানা দিয়ে যায় লাল-হলুদ রক্ষণে। ৫৮ মিনিটে কাটসুমিও সহজ সুযোগ নষ্ট করেন। অবশেষে লাল-হলুদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান ডুডু। ৭৯ মিনিটে কাটসুমির সেন্টার থেকে দলের হয়ে জয়সূচক গোল করেন ডুডু।