লুধিয়ানা, ১৪ এপ্রিল (হি.স.) : মাত্র ১৩ বছর বয়সে ড্রোন বানিয়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করল আর্যমান বর্মা। মাটি থেকে ৭০ ফুট উচ্চতায় উড়তে পারে কুয়াডকপ্টার নামে একটি ড্রোন বানিয়ে নজির গড়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলএই কিশোর।
এই প্রসঙ্গে তার পরিবারের তরফ থেকে উৎসাহিত হয়ে আর্যমানের নাম গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডের পরে তার নাম গিনিস বূক অফ ওয়াল্ড রেকর্ডে ওঠে কিনা। প্রসঙ্গত প্রযুক্তিগত দিক দিয়ে ড্রোন আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিরক্ষা থেকে বাণিজ্য। জরিপের কাজ থেকে চলচ্চিত্রে ড্রোন শট ব্যবহার করা সবেতেো ড্রোনের গুরুত্ব অপরিহার্য। আর মাত্র ১৩ বছর বয়সে এক স্কুল পড়ুয়া যদি ৭০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম ড্রোন বানায় তবে তা তার মেধার উৎকর্ষতার পরিচয়।