নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মবার্ষিকীতে ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৯১ সালের ১৪ এপ্রিল মহোও-তে (বর্তমানে মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর| তিনি ‘বাবাসাহেব’ নামেই সর্বাধিক পরিচিত| শনিবার বি আর আম্বেদকরের ১২৭ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আম্বেদকর জয়ন্তীতে শুভেচ্ছা| পুজ্য বাবাসাহেব সমাজের লক্ষ লক্ষ দরিদ্র ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষের মনে আশা জুগিয়েছিলেন| ভারতীয় সংবিধান প্রণয়নে তাঁর প্রচেষ্টার জন্য আমরা সর্বদাই তাঁর কাছে ঋণী থাকব|’ পাশাপাশি হিন্দিতেও টুইট করেছেন প্রধানমন্ত্রী| মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আম্বেদকর জয়ন্তীতে প্রত্যেক দেশবাসীকে শুভেচ্ছা| জয় ভীম|’
ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর নিজের গোটা জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উত্সর্গ করেছিলেন| অম্বেদকরের জন্মদিনে তাঁকে স্মরণ করে ‘জয় ভীম’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী| এদিন পার্লামেন্ট হাউসে ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং কংগ্রেস সভাপতি রাহলি গান্ধী সহ অন্যান্যরা|