নয়াদিল্লি ও কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বিদায় ১৪২৪| স্বাগত ১৪২৫| চৈত্রের বিদায় বেলায় বাংলার প্রতিটি ঘরে ঘরে বেজে উঠেছে আগমণির সুর| রাত পোহালেই বাংলা নববর্ষ| পয়লা বৈশাখের প্রাক্কালে প্রত্যেক বাঙালিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সন্ধ্যা ৬.৫৫ মিনিট নাগাদ বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা| এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে| শুভ নববর্ষ|’
পাশাপাশি বৈশাখির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘সমস্ত দেশবাসীকে বৈশাখির শুভেচ্ছা| এই উত্সব প্রত্যেকের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক| কঠোর পরিশ্রমী কৃষকদের প্রতি আমরা কৃতজ্ঞ, অন্ন সংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাঁরা|’
পয়লা বৈশাখের প্রাক্কালে শুক্রবার থেকেই আনন্দে মাতোয়ারা গোটা বাঙালি সমাজ| রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে চড়ক মেলা| আর এ সবের সঙ্গে যুক্ত হয়েছে বাঙালির ভুরিভোজের জমজমাট আয়োজন| সবমিলিয়ে নববর্ষ উপলক্ষ্যে আড়ম্বরে কোনও কমতি নেই গোটা বাংলায়|