গোল্ডকোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : মেরি কম, সঞ্জীব রাজপুত, গৌরব সোলাঙ্কির পর শনিবার কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল আরও একটি সোনা এল নীরজ চোপড়ার হাত ধরে। জ্যাভলিন থ্রো ভারতকে সোনার পদক এনে দিলেন নীরজ। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা আনলেন নীরজ।
শনিবার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ২০ বছরের নীরজ। হরিয়ানার এই জ্যাভলিন থ্রোয়ার চার বারের চেষ্টায় যথাক্রমে ৮৫.৫০ মিটার, ৮৪.৭৮ মিটার, ৮৬.৪৭ মিটার এবং ৮৩.৪৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। এদিন অন্যান্য প্রতিযোগীদের কার্যত পেছনে ফেলে দিলেন তিনি। এই ইভেন্টেই ভারতের বিপিন কাসানা পঞ্চম স্থানে শেষ করেন।
শুক্রবার কমনওয়েলথের ন’নম্বর দিনে শুটিং ও কুস্তিতে তিনটি সোনা এসেছিল ভারতের ঝুলিতে৷ কমনওয়েলথ গেমসে ভারতের সোনার পদক সংখ্যা গিয়ে পৌঁছেছিল ১৭টিতে৷ শনিবার বক্সিং, শুটিং এবং জ্যাভেলিন থ্রো ইভেন্টে আরও চারটি সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলিটরা৷ গোল্ড কোস্টে সোনা জয়ের শুরুয়াতটা হয়েছিল ভারতের বক্সিং তারকা মেরি কমের হাত ধরে৷ মেয়েদের ৪৮ কেজি বিভাগে আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন৷ মেরি কমের প্রথম কমনওয়েলথ সোনা জয়ের পর পুরুষদের ৫২ কেজি বিভাগে আয়াল্যান্ডের বক্সার ব্র্যান্ডন ইরভাইনকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি৷