নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ রাজ্যের বিজেপি পরিচালিত এনডিএ সরকার কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক অনুদান চেয়েছে৷ আগামী দুই বছরের বাড়তি হিসাব এবং পূর্বতন বামফ্রন্ট সরকারের ছেড়ে যাওয়া আর্থিক বোঝার পরিপ্রেক্ষিতে এই বিশেষ অনুদান চাওয়া হয়েছে৷ রাজ্যের অর্থমন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সচিবালয়ে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে আগামী দুবছরের জন্য বিশেষ আর্থিক অনুদান চেয়েছে৷ কয়েকটি বিশেষ ক্ষেত্রের কথা উল্লেখ করে মোট ১৭৯১৯ কোটি টাকা চাওয়া হয়েছে৷ আশা করা হচ্ছে কেন্দ্রীয় দেওয়া হয় অঙ্ক, ভাষা, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ের ওপর৷ এর মাধ্যমে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০ জেলার অন্তর্গত প্রায় ১১ লক্ষ সুকলের ২৫ লক্ষ পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা হয়৷ উপ মুখ্যমন্ত্রী বলেন, সর্বশিক্ষা চুক্তিবদ্ধ কর্মীদের চাকরিতে পুনর্বহাল করার জন্য ৩৫০ কোটি টাকা, কর্মচারী ও পেনশনারদের সপ্তম বেতন কমিশন দেওয়ার জন্য ৭ হাজার ৮০৬ কোটি টাকা, দৈহিক হাজিরার কর্মচারী এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য ৪ হাজার ২৫১ কোটি, সেন্ট্রাল স্কিমের জন্য অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি টাকা, সামাজিক ভাতা বাবদ ১ হাজার ৪১৩ কোটি টাকা এবং সেন্ট্রাল প্ল্যান্ট এসিটেন্ট এর আওতায় ৮১ টি প্রকল্পের জন্য ৩৫৪ কোটি চাওয়া হয়েছে৷ এই অর্থ পেলে আগামী দুবছরের জন্য রাজ্যের বিশেষ কোনও সমস্যা হবে না৷ যদিও পূর্বতন বামফ্রন্ট সরকার ১১ হাজার কোটি টাকা দেনা এবং নানা ধরনের উত্তরপূর্বাঞ্চলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে৷
2018-04-13