উন্নাও ধর্ষণ মামলা : কুলদীপকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সিবিআই-কে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

লখনউ, ১৩ এপ্রিল (হি.স.): উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট| পাশাপাশি উচ্চ আদালতের তরফে সিবিআইকে জানানো হয়েছে, উন্নাও ধর্ষণ মামলায় সমস্ত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করা হোক| আগামী ২ মে সকাল দশটার মধ্যে সিবিআইকে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে|
উন্নাও গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে শুক্রবার ভোরে আটক করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শুক্রবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ লখনউয়ের ইন্দিরা নগর এলাকায় অবস্থিত বিজেপি বিধায়কের বাসভবন থেকেই আটক করা হয় গণধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে| আটক করার পর গণধর্ষণ-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুলদীপকে লখনইয়ে, সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়|
সিবিআই সূত্রের খবর, বাঙ্গারমাউ-এর বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে| সেগুলি হল নাবালিকাকে ধর্ষণ, ধর্ষিতা মেয়েটির বাবার ওপর হামলা এবং বিধায়কের সঙ্গীদের উপর হামলা| প্রসঙ্গত, উন্নাও গণধর্ষণ-কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে আসার ১২ ঘন্টার মধ্যেই আটক করা হল ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *