রাজ্যজুড়ে চলছে রঙের খেলা

সায়ন্তক চৌধুরী
রাজ্য জুড়ে চলছে যেন রঙের খেলা৷ দীর্ঘ পঁচিশ বছর এ খেলায় ছিল লাল রঙ৷ রাজ্যের একমাত্র রঙ হিসাবে চিহ্ণিত ছিল এ রঙ৷ সিপিএমের পার্টি অফিসগুলো ছিল লাল লাল৷ বিভিন্ন অনুষ্ঠানেও ছিল লালের ছড়াছড়ি৷ রাস্তা ঘাটে উড়েছে লাল পতাকা৷ এ লাল পতাকা যেন ছাড়পত্রের প্রতীক৷ মাথায় লাল পট্টি বেঁধে পুলিশের সামনে হামলা হুজ্জুতি করলেও ছিল সাত খুন মাফ৷ কেননা, হামলাকারীর মাথায় যে লাল কাপড়ের পট্টি বাঁধা৷ লাল মানে রেড সিগন্যাল৷ অত্যন্ত খতরনাক জিনিস৷ তাইতো বাম আমলের পঁচিশ বছর রাজ্যবাসী দেখতো লালের ছড়াছড়ি৷ সিপিএমের মিটিং মিছিলে দেখেছে লাল পারের সাদা শাড়ি, লাল গেঞ্জি আর লাল টুপি৷ লালে ভরা ছিল সিপিএমের মিছিল৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে লাল ভেবেছিল অষ্টম গড়বে৷ লাল ভাই বোনেদের ধারনাও ছিল তেমন৷ আবার আইতাছি অষ্টম বলে স্লোগানও দিয়েছে লাল পার্টি৷ কিন্তু দিলে কি হবে? তোমাকে বাধবে যে গকুলে বাড়িছে সে এর মত রাজ্যজুড়ে বিজেপি যে ঘুরে দাঁড়াবে তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি লাল পার্টি৷ তাইতো তিন মার্চ বিধানসভার ভোটের ফলাফল প্রকাশে অনেক লালের মুখ ফ্যাকাস হয়ে গেল৷ এবং নিমিষে লালের গল্পের যবনিকাপাত ঘটলো৷ উধাও হয়ে গেল লাল৷ কিন্তু রঙ ছাড়াতো রাজ্য চলবে না৷ তাইতো লালের ঘরে লালবাতি জ্বললেও আর এক রঙ মাথা চাড়া দিয়ে উঠলো৷ রাজ্যজুড়ে এখন সেই রঙের দাপট৷ যেসব ক্লাব দীর্ঘ বছর ধরে লাল রঙে ছিল সেইসব ক্লাবে শোভা পাচ্ছে নতুন রঙ৷ অনেকের কপালেও শোভা পাচ্ছে সেই রঙ৷ আবার অনেকের জামা কাপড়েও পরিবর্তন এসেছে৷ বাম আমলে অনেকে লাল পাঞ্জাবী পরে অতি বাম মার্গীয় সাজতে দেখা গেছে৷ এখন কিন্তু আর লাল পাঞ্জাবী দেখা যায় না৷ সেই স্থানে এসেছে সময়ের সাথে তাল মিলিয়ে অন্য রঙের পাঞ্জাবী৷ সেই সাথে এসেছে লাল পারের শাড়ির পরিবর্তে সেই বিশেষ রঙের শাড়ি৷ লাল গেঞ্জির জায়গায় এসেছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ তেমনি টুপির রঙও পাল্টে গেল৷
এই রঙ পাল্টানোর খেলায় রাজ্যের এক শ্রেণির লোক মজে আছে৷ এইতো কিছুদিন আগেও যাদের দেখা গিয়েছিল লাল গেঞ্জি পরতে তারা এখন পরছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ কিংবা সেই বিশেষ রঙের পাঞ্জাবী পরে গলায় জড়াচ্ছে সেই বিশেষ রঙের উত্তরীয়৷ বলা যেতে পারে লালের পরিবর্তে সেই বিশেষ রঙ রাজ্যের সর্বস্তরে ঘুরছে৷ এই রঙ বর্তমানে এক বিশেষভাবে চিহ্ণিত করা রঙ৷ প্রশ্ণ জাগে, যাদের যখন সেই রঙে রেঙে উঠলো তাদের মনে কি সেই রঙের মহাত্ম্যের এতটুকুও দাগ কাটতে পেরেছে নাকি কার্যসিদ্ধির অছিলায় রঙের খেলায় দোলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *