দুর্যোগ মোকাবিলা ঃ আগরতলায় দুই দিনের ট্রেনিং ও কনফারেন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থরিটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এই চারটি রাজ্যের সদর দপ্তর ও প্রতিটি জেলায় আগামী ২৬ এপ্রিল ভূমিকম্প সম্পর্কিত দুর্যোগ মোকাবিলা বিষয়ে এক মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজ প্রসেস আয়োজিত হবে৷ এই মেগা এক্সারসাইজ কর্মসূচিকে এরাজ্যেও সফল করে তোলার লক্ষ্যে রাজ্যের রাজস্ব দপ্তর ও এন ডি এম এ -এর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের নিয়ে আজ প্রজ্ঞাভবনের ৩নং প্রেক্ষাগৃহে দুদিনের ট্রেনিং, কো-অর্ডিনেশন এবং ওরিয়েন্টশান কনফারেন্স শুরু হয়েছে৷ এর উদ্বোধন করেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ উদ্বোধনী ভাষণে রাজস্ব মন্ত্রী বলেন, সমগ্র উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা৷ এর মধ্যে ত্রিপুরা রাজ্য ভূমিকম্প প্রবণ এলাকায় ৫ নম্বর জোনে রয়েছে৷ মন্ত্রী শ্রী দেববর্মা বলেন, যে কোন সময় ত্রিপুরা রাজ্যের মানুষও ভূমিকম্পের মতো জীবন হানিকর ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারেন৷ তাই এই দুর্যোগে যাতে জীবন হানি কম হয় তার জন্য আগামী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরী এবং এর মোকাবিলার জন্য রাজ্যের প্রতিটি মানুষকে সদা প্রস্তুতি রাখা দরকার৷ এ বিষয়ে তিনি বিগত দিনে উত্তর পূর্বাঞ্চলসহ ভারতের অন্যান্য রাজ্যেও ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে বলেন, তখন নানা অব্যবস্থার কারণে এই দুর্যোগগুলিতে প্রচুর জীবন হানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে৷ তিনি আগামী দিনগুলিতে যেন প্রাকৃতিক দুর্যোগে প্রচুর পরিমাণে জীবন হানি না ঘটে, সেই জন্যই ভারত সরকার এই মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজের উদ্যোগ নিয়েছে৷ তিনি কনফারেন্সে উপস্থিত বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের এ রাজ্যেও এই মক এক্সারসাইজ অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার আহ্বান জানান৷
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে কনফারেন্সের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷ এছাড়া, মাল্টিচ স্টেট মেগা মক এক্সারসাইজ বিষয়ে আলোচনা করেন এন ডি এম এ’র ব্রিগেডিয়ার কুলদীপ সিং, এম ই ব্রিগেডিয়ার অজয় গাংগুয়ার, ত্রিপুরা রাজস্ব দপ্তরের ডিজাস্টার ম্যানেজমেন্টের এস পি ও ডঃ শরৎ কুমার দাস এবং ত্রিপুরা রিলিফ রিহ্যাবিলিটেশনের ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা কে বি চৌধুরী৷ এন ডি এম এ’র উদ্যোগে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ বিষয়ে ছবি আঁকা, পোস্টার ও স্লোগান লেখা প্রতিযোগিতা আয়োজিত হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঐ সমস্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরসৃকত করা হয়৷ ছবি আঁকা প্রতিযোগিতায় চারটি বিভাগে ১২ জনকে, পোস্টার লেখায় চারটি বিভাগে ১২ জনকে এই স্লোগান লেখায় তিন জনকে পুরসৃকত করা হয়৷ রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বিজয়ীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *