জাতীয় সড়ক চার লেন সহ সৌন্দর্যায়নে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কটিকে কেন্দ্রীয় সরকার চার লেন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে৷ এই জাতীয় সড়কের উপর যতগুলি পাকা সেতু রয়েছে সেগুলিকেও চার লেনে উন্নীত করার জন্য চিন্তা-ভাবনা করতে হবে৷ আজ মহাকরণের ১নং কনফারেন্স হলে জাতীয় সড়কের উন্নয়ন এবং গোমতী ও মুহুরী নদীর উপর দুটি পাকা সেতুর নির্মাণ প্রসঙ্গে এক পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, জাতীয় সড়ক চার লেনের হলে সেতুগুলিও চার লেনের করতে হবে৷ এটা না করলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে৷ তাছাড়া রাজ্যের বর্তমানে দুই লেনের যে সড়কগুলি রয়েছে সেগুলিকে উভয়দিকে আরও প্রশস্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ সভায় মুখ্যসচিব সঞ্জীবরঞ্জন বলেন, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে আগরতলা – মাতাবাড়ি সড়ককে চার লেনে উন্নীতকরণের উপর জোর দেয় রাজ্য সরকার৷ পাশাপাশি জাতীয় সড়কের দুইপাশে সৌন্দর্যায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি৷ সভায় মুখ্যসচিব জানান, আগরতলা থেকে মাতাবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক সোজা করায় বিভিন্ন জায়গায় রাস্তার পাশে নয় কিলোমিটার সরকারি জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে৷ সেগুলি পর্যটন, হস্তকারু শিল্পের প্রচার, ফুডকোর্ট এবং সড়কের পাশে ডিসপেনসারি তৈরির কাজে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করতে পূর্ত দপ্তরকে উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷ মুখ্যমন্ত্রীও এই কাজটি দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, সরকারের তরফে এধরনের উদ্যোগ নেওয়া হলে দেখা যাবে রাস্তার পাশে ব্যক্তিগত মালিকাধীন যেসকল খালি জায়গা রয়েছে সেখানেও এধরনের উদ্যোগ গ্রহণ করতে তারা উৎসাহিত হবেন৷ এরজন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করে দেবে রাজ্য সরকার৷ এছাড়া রাস্তার পাশে টোল আদায়ের বুথ, এটিএম কাউন্টার ইত্যাদি তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড ডিজাইন জমা দিতে এন এইচ আই ডি সি এল সংস্থাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জনজাতি এলাকায় রাস্তায় পাশে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী কটেজ তৈরি করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সড়কের দুপাশে সৌন্দর্যায়নে রোড সাইট প্ল্যান্টেশনের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ আগামী আগস্ট মাসে আগরতলা বিমানবন্দর থেকে আমতলি পর্যন্ত বিকল্প চার লেন সড়ক নির্মাণের কাজ শুরু করার জন্য পূর্ত দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
পর্যালোচনা সভায় রাজ্যের ৬টি জাতীয় সড়কের অগ্রগতি নিয়েও বিস্তৃত আলোচনা হয়৷ পর্যালোচনা সভায় পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চুড়াইবাড়ি আগরতলা এন এইচ-৮(৪৪) সড়ক, মনু-শিমলুঙ এন এইচ ৮(৪৪ এ) সড়ক, কুমারঘাট-কৈলাসহর এন এইচ২০৮ সড়ক, কৈলাসহর কুর্তি এন এইচ ২০৮ (এ), খোয়াই – আগরতলা এন এইচ ১০৮ (বি) এবং জোলাইবাড়ি -বিলোনীয়া এন এইচ ১০৮ (এ) সড়কের ডাবল লেনের ডি পি আর তৈরির কাজ শেষ৷ যত দ্রুত সম্ভব সড়কগুলির নির্মাণের কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব শান্তনু, পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকগণ এবং এন এইচ আই ডি সি এল নির্মাণ সংস্থার প্রতিনিধিগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *