রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই তল্লাশি : ইচ্ছেকৃত ফাঁসানে লালু র পরিবারকে, দাবি আরজেডির

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : আইআরসিটিসি হোটেল টেন্ডারে কারচুপির অভিযোগে ইচ্ছেকৃত ফাঁসানো হয়েছে লালু প্রসাদ যাদবের পরিবারকে৷ এমনটাই দাবি করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) মঙ্গলবার রেল দুর্নীতি মামলায় রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই তল্লাশি | জেরা করা হল লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও |
পশুখাদ্য মামলায় আপাতত জেলেই দিন কাটছে লালু প্রসাদ যাদবের৷ এই অবস্থায় রাবরি দেবীর বাড়িতে সিবিআই হানা দেওয়ার পরই তাঁর বাড়ির সামনে পৌঁছয় আরজেডি সমর্থকেরা৷ তাদের দাবি, আইআরসিটিসি হোটেল টেন্ডারে কারচুপির অভিযোগে ইচ্ছেকৃত ফাঁসানো হয়েছে লালু প্রসাদ যাদবের পরিবারকে৷ এর আগেও একাধিকবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে লালু প্রসাদ যাদবের পরিবারকে। যা নিয়ে সরব হল আরজেডি ৷
উল্লেখ্য, রেলের হোটেল টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর পাটনার বাড়িতে তল্লাশি চালাল সিবিআই আধিকারিকরা। পাশাপাশি এই একই মামলায় লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তেজস্বীকে৷ রেলের হোটেল টেন্ডার দুর্নীতি মামলার তদন্তের সিবিআইয়ের অভিযান বলে জানা গিয়েছে।
২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন এই কারচুপির অভিযোগ ওঠে৷ রাঁচি এবং পুরীর বিএনআর হোটেলগুলির রক্ষণাবেক্ষণের জন্যে যে টেন্ডার ডাকা হয়েছিল৷ তাতেই বিস্তর অসঙ্গতি মেলার কারণে কাঠগড়ায় ওঠেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবরি দেবী এবং ভারতীয় রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের প্রাক্তন এমডি পি কে গোয়েলসহ আরও অনেকে৷ ২০১৭–য় এই নিয়ে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। তারপর থেকে দফায় দফায় চলছে সিবিআই রেড। তার জেরে নীতীশের সঙ্গে জোটে ভাঙন ধরেছে। আরজেডির সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন করে সরকার গড়েছেন নীতীশ কুমার। রাঁচি এবং পুরীতে আইআরসিটিসি হোটেল টেন্ডারে কারচুপির অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়৷ অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভারতীয় রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) প্রাক্তন ম্যানিজেং ডিরেক্টর পি কে গোয়েল এবং লালুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেম চাঁদ গুপ্তার স্ত্রীর সরলা গুপ্তাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *