লখনই, ১১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাওয়ে ধর্ষিতা তরুণী ও তাঁর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিলেন এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণ| উন্নাও ধর্ষণ মামলার তদন্তভার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে তুলে দেওয়া হয়েছে| এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণের নেতৃত্বে তদন্ত শুরু করেছে সিট| বুধবার উন্নাওয়ের বাসিন্দা নির্যাতিতা তরুণীর বাড়িতে যান এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণ| পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘ধর্ষিতা তরুণীর পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে| দিল্লিতে তাঁদের আত্মীয়রা থাকেন, তাঁরা চাইলে দিল্লিতে গিয়েও থাকতে পারেন অথবা উন্নাওয়ে|’ এডিজি (লখনউ জোন) আরও জানিয়েছেন, ‘আমরা তদন্ত করতে এখানে এসেছি| বুধবার সন্ধ্যার মধ্যে রাজ্য সরকারের কাছে অন্তবর্তী রিপোর্ট পাঠানো হবে| সমস্ত দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে| বিশেষ তদন্তকারী দলের উপর কোনও চাপ নেই, স্বাধীনভাবেই তদন্ত করছে সিট|’
বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন ১৮ বছর বয়সী একজন তরুণী| এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কুলদীপের ভাই অতুল সিং সহ চারজনকে| এই পরিস্থিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কুলদীপের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার| তাঁর দাবি, ‘এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে|’ বুধবার উত্তর প্রদেশের রাজধানী লখনউতে গিয়ে ডিজিপি ও পি সিংয়ের সঙ্গে কথা বলেন কুলদীপের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার| ডিজিপি-র সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলদীপ জায়া বলেছেন, ‘স্বামীর ন্যায়বিচারের জন্য আবেদন করতে এসেছি আমি|’ কুলদীপের স্ত্রী আরও জানিয়েছেন, ‘এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে| আমার স্বামী এবং ওই মেয়েটিকে (ধর্ষিতা তরুণী) নারকো পরীক্ষার সম্মুখীন করা হোক| আমাদের কন্যারা রীতিমতো আতঙ্কিত| মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের| এখনও পর্যন্ত কোনও প্রমাণ উপস্থাপিত হয়নি, অথচ আমার স্বামীকে ধর্ষক হিসেবে দেখানো হচ্ছে|’ সঙ্গীতা সেঙ্গার আরও জানিয়েছেন, ‘আমার স্বামী নির্দোষ| যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে গোটা পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করবে| সমস্ত সাক্ষ্যপ্রমাণ লুকানো হচ্ছে, এটা সঠিক নয়| আমরা ন্যায়বিচার চাই|’
কুলদীপ জায়া সঙ্গীতা নিজের স্বামীকে ‘নির্দোষ’ দাবি করলেও, এখনও নিজের অবস্থানে অনড় ধর্ষিতা ওই তরুণী| উন্নাও ধর্ষণের ঘটনায় নির্যাতিতা ওই তরুণী জানিয়েছেন, ‘ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আমি অনুরোধ করছি| আমাকে হোটেলের একটি ঘরে আটকে রাখা হয়েছে, জলও দেওয়া হচ্ছে না| দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি আমি|’