আহমেদনগর(মহারাষ্ট্র), ৮ এপ্রিল (হি.স.): শিবসেনার দুই স্থানীয় নেতাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের আহমেদনগরে। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আহমেদনগরের কেডগাঁও এলাকায় স্থানীয় পৌরনিগমের উপ নির্বাচনের ফলাফলের ঘোষণা হওয়ার পরেই স্থানীয় দুই শিবসেনা নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সঞ্জয় কোটকার এবং বসন্ত আনন্দ থাম্বে নামে দুই শিবসেনা নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। দুইজন দুষ্কৃতি বাইকে করে এসে এই হামলা চালিয়েছে ।
দুই শিবসেনা নেতা খুনে ঘটনায় জড়িত থাকার সন্দেহে কংগ্রেস বিধায়ক সংগ্রাম যবতাপকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই দুষ্কৃতিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।