ভারোত্তলনে পুনম যাদবের সোনা, শ্যুটিংয়ে সোনা জিতলেন ষোড়শী মনু ভাকের

গোল্ড কোস্ট, ৮ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তলকদের দাপট অব্যহত। রবিবার ৬৯ কিলোগ্রাম বিভাগে সোনা জিতলেন পুনম যাদব। ২২ বছর বয়সী বারাণসীর বাসিন্দা পুনম যাদব এদিন সব মিলিয়ে ২২২ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন। নিজের শারীরিক স্বক্ষমতার উর্দ্ধে উঠে রবিবার সোনা এনে দিলেন তিনি। ভারতের হয়ে পঞ্চম সোনাটি তিনিই জিতলেন। সোনা জেতার পরে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পুনম খুব কঠিন পরিশ্রম করত। তাই যোগ্য হিসেবেই সে সোনা জিতেছে। প্রসঙ্গত ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথে ওই একই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার মেডেল রঙ পাল্টে তা হল সোনা।

এদিন ভারতকে ষষ্ঠ সোনা এনে দেন মনু ভাকের। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৯ পয়েন্ট পেয়ে তিনি সোনা জেতেন এই ষোড়শী। অন্যদিকে হীনা সিন্ধু ওই একই ইভেন্টে রুপো জেতেন। তার প্রাপ্ত পয়েন্ট ২৩৪। এই প্রতিবেদন লেখা অবধি মেডেল তালিকায় ৬ সোনা, ২ রুপো এবং ১ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। অন্যদিকে বক্সিংয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতের কিংব্দন্তি বক্সার মেরি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *