অমৃতসর সেক্টরে বিএসএফ-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী, ৪ কেজি হেরোইন সহ ধৃত চোরাচালানকারী

অমৃতসর, ৬ এপ্রিল (হি.স.): ভারত-পাকিস্তান সীমান্তে অমৃতসর সেক্টরের রামকোট বর্ডার আউট পোস্টে (বিওপি) সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে মৃতু্য হল সন্দেহভাজন একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর| পাশাপাশি ৪ কেজি হেরোইন সহ একজন পাকিস্তানি চোরাচালানকারীকে গ্রেফতার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ভারত-পাক সীমান্ত সংলগ্ন অমৃতসর সেক্টরের রামকোট বর্ডার আউট পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের| তত্ক্ষণাত্ আন্তর্জাতিক সীমান্ত বরাবর ছুটে যান বিএসএফ জওয়ানরা| সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা প্রত্যক্ষ করেন দু’জন পাকিস্তানি অনুপ্রবেশকারী কিছু একটা বহন করে নিয়ে যাচ্ছে| অনুপ্রবেশকারীদের থামতে বলেন বিএসএফ জওয়ানরা| কিন্তু, হুঁশিয়ারি সত্ত্বেও অনুপ্রবেশকারীর থামেনি|
এরপরই গুলি চালান বিএসএফ জওয়ানরা| বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর| এছাড়াও ৪ কেজি হেরোইন সহ একজন পাকিস্তানি চোরাচালানকারীকে গ্রেফতার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *