স্মার্ট সিটির অধীন ওয়াই-ফাইয়ে যুক্ত হচ্ছে আগরতলা, দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ স্মার্ট সিটির অন্তর্গত আগরতলা শহরকে ওয়াই-ফাই’তে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ পিপিপি মডেলে এই কাজ করা হবে৷ এর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ আগরতলা শহরে মোট ২৩টি স্থান চিহ্ণিত করা হয়েছে, যেখানে ওয়াই-ফাই লাগানো হবে৷ তবে, ওয়াই-ফাই পরিষেবা নিঃশুল্ক হবে নাকি শুল্ক যুক্ত করা হবে, তা এখনো স্থির হয়নি৷

আগরতলা শহর স্মার্ট সিটি প্রকল্পে অনেকদিন আগেই যুক্ত হয়েছে৷ এরই অন্যতম অঙ্গ হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা৷ শহরবাসীকে ইন্টারনেটের স্বাদ উপভোগ করার জন্য স্মার্ট সিটি প্রকল্পে ওয়াই-ফাই পরিষেবা যুক্ত করা হয়েছে৷ বুধবার স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ওয়াই-ফাই বসানোর কাজের জন্য দরপত্র আহ্বান করেছে৷ পিপিপি মডেলে এই কাজ করা হবে৷

এবিষয়ে কর্পোরশনের সি.ই.ও. নৃপেন্দ্র শর্মা জানিয়েছেন, সারা দেশে ওয়াই-ফাই পরিষেবা দিতে সক্ষম এমন সংস্থার সাথে যৌথ উদ্যোগে কাজ করা হবে৷ এর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ আগামী ২৫ এপ্রিলের মধ্যে ইচ্ছুক সংস্থাকে দরপত্র জমা দিতে হবে৷ ওইদিনই দরপত্র খোলা হবে৷ তাঁর কথায়, পিপিপি মডেল ছাড়া এই প্রকল্প নিয়ে কাজ সম্ভব নয়৷ তাই যে সংস্থার এধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে চুক্তি করা হবে৷ তবে, ওয়াই-ফাই পরিষেবা নিঃশুল্ক হবে নাকি এই পরিষেবার জন্য শুল্ক ধার্য্য করা হবে তা চুক্তি করার সময় স্থির হবে৷ কারণ, যে সংস্থা ওয়াই-ফাই পরিষেবা দেবে বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরও আয় হবে৷ ফলে, সমস্ত কিছু এখনই স্থির করা সম্ভব নয়৷

জানা গেছে, আগরতলা শহরে ২৩টি স্থান চিহ্ণিত করা হয়েছে যেখানে ওয়াই-ফাই লাগানো হবে৷ বিমান বন্দর, রেলওয়ে স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ জানা গেছে, আগরতলা বিমান বন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন, টিআইটি নরসিংগড়, এমবিবি কলেজ, উইমেন্স কলেজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, আইএসবিটি চন্দ্রপুর, রাধানগর বাস স্ট্যান্ড, আইজিএম হাসপাতাল, জি বি হাসপাতাল, টিএমসি হাপানিয়া, আখাউড়া এবিডি এলাকা, পোস্ট অফিস চৌমুহনী, সচিবালয়, আগরতলা পুর নিগম সিটি সেন্টার, জেকশন গেইট/ওরিয়েন্ট চৌমুহনী, উজ্জ্বয়ন্ত প্যালেস, বিবিএমসি কলেজ, পুলিশ হেড কোয়ার্টার, রামঠাকুর কলেজ, গুর্খাবস্তি অফিস কমপ্লেক্স, হাই কোর্ট এবং জেলা কোর্ট কমপ্লেক্স এবং জেলা শাসকের অফিস কমপ্লেক্সে ওয়াই-ফাই লাগানো হবে৷ সবকটি স্থানে ব্যবহারকারীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷

ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক চললে জুন মাসের মধ্যেই এই নতুন পরিষেবা নিয়ে কাজ শুরু হয়ে যাবে৷ প্রকল্প অনুসারে শহরবাসীকে আধুনিক থেকে আধুনিকতর পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে৷ এই নতুন পরিষেবার মাধ্যমে ইন্টারনেট দুনিয়ায় আগরতলা শহরে নতুন যুগের সূচনা হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *