শান্তনু হত্যা মামলায় সিবিআই নিয়ে স্পষ্টিকরণ চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ শান্তুনু ভৌমিক হত্যা মামলায় সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকারের স্পষ্টি করণ চেয়েছে উচ্চ আদালত৷ বুধবার এই মামলার শুনানিতে এডভোকেট জেনার্যাল অরুণ কান্তি ভৌমিক আদালতে জানিয়েছেন, শান্তুনু হত্যা মামলায় পূনঃতদন্তের জন্য সিবিআই তদন্তে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে বাদি পক্ষের আইনজীবি সম্রাট কর ভৌমিক আদালতে বলেন, পূর্বতন সরকার লিখিতভাবে জানিয়েছে, এসআইটি যে তদন্ত করেছে তা সঠিক৷ ফলে পুনঃতদন্তের প্রয়োজন নেই৷ পূর্বতন সরকার এবং বর্তমান সরকারের দুই ধরনের সিদ্ধান্তের ফলে জটিলতা রয়েই যাচ্ছে৷ এ বিষয়টি রাজ্য সরকারকেই স্পষ্ট করতে হবে৷ এর ভিত্তিতে উচ্চ আদালতে মুখ্যবিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে স্পষ্টিকরণ চেয়েছে৷ আগামী ১৬ মে এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷

এবিষয়ে বাদি পক্ষের আইনজীবি সম্রাট কর ভৌমিক বলেন, পূর্বতন সরকার এই মামলায় পুনঃতদন্তের প্রয়োজন নেই বলে আদালতে জানিয়েছিল৷ তাই তারা সিবিআই তদন্তের বদলে এসআইটির তদন্ত যথেষ্ট বলে আদালতে জানিয়েছিল৷ বর্তমান সরকার নীতিগত ভাবে সিবিআই তদন্তে সম্মতি রয়েছে বলে আদালতে জানিয়েছে৷ ফলে জটিলতা দেখা দিয়েছে৷

শ্রী ভৌমিকের কথায়, সিদ্ধান্ত গ্রহণ করা এবং পদক্ষেপ নেওয়া, দুইয়ের মধ্যে ফারাক থাকাই স্বাভাবিক৷ ফলে, সিবিআই তদন্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সন্দেহ থাকছেই৷ তাঁর বক্তব্য, সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকারের তরফে পরিষ্কার ভাবে যতক্ষন না কিছু জানা যাচ্ছে ততক্ষন মামলা চলবে৷ ফলে, আগামী ১৬ মে পরবর্তী শুনানিতে নিশ্চিত হওয়া যাবে এই মামলা কোন দিকে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *