অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে পরশুরাম সেজে সংসদ মাতালেন টিডিপি সাংসদ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): প্রতিবাদের অভিনব পন্থার জন্য ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশেকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সংসদে প্রতিদিন নিত্য নতুন রূপ ধরে আসেন তেলেগু দেশম পার্টি সাংসদ নারামাল্লি শিবপ্রসাদ। কোনওদিন স্কুল ছাত্র সেজে তো কোনওদিন পাশুপালক সেজে গোটা সংসদ চত্বর মাত করে রাখেন তিনি। সম্প্রতি পৌরানিক চরিত্র নারদ মুনি সেজে এসেছিলেন নারামাল্লি শিবপ্রসাদ। সোমবার অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে পৌরাণিক চরিত্র পরশুরাম সেজে আসেন তিনি। তির ধনুক, গেরুয়া বসন এবং লম্বা নকল দাঁড়ি পরে সংসদে এসে টিডিপির বাকি সাংসদদের সঙ্গে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে সরব হন। অন্ধ্রপ্রদেশের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার নিন্দা করে টিডিপির বাকি সাংসদদের সঙ্গে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য বিজেপির সঙ্গে জোট সম্পর্ক ছিন্ন করে বেড়িয়ে আসেন টিডিপি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে ফেলে দেওয়ার জন্য সংসদে অনাস্থা পেশ করে তার দল। এই ঘটনায় টিডিপির পক্ষ থেকে ক্রমাগত বিক্ষোভ আন্দোলন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *