শহরে বাড়ছে চুরি, ব্যাটারির দোকানে হানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের নীরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ বাইক চুরির হিড়িক তো লেগেই রয়েছে৷ তার সাথে পাল্লা দিয়ে চলছে বিভিন্ন দোকানে চোরের দলের হাত সাফাই৷ বুধবার রাতে কোন এক সময় শহরের নেতাজী চৌমহনী এলাকায় একটি ব্যাটারির দোনে চোরেরা হানা দেয়৷ প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যাায়৷ দোকানের মালিক কানু পাল বৃহস্পতিবার সকালে দোকান খুলে চুরির হদিশ পান৷ খবর দেন পুলিশকে৷