দুর্ঘটনায় পথচারী অক্ষত থাকলেও বাইক চালককে পিটিয়ে মারল জনতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ ফেব্রুয়ারি৷৷ বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্রামগড়স্থিত ইটভাট্টায় এক পথচারী মহিলাকে একটি বেপরোয়া বাইক ধাক্কা দেয়৷ বাইক চালক সঞ্জিত দেববর্মা (৩০) ও আরোহী দুজনেই বিশ্রামগঞ্জ থেকে চিকনছড়ায় বাড়িতে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি৷ যদিও বাইকের ধাক্কায় মহিলার তেমন কেন আঘাত লাগেনি৷ তবে বাইক চালক ও আরোহী দুজনেই ছিল মদমত্ত৷ বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজনেই৷ ততক্ষণে স্থানীয় জনগণ বাইক চালক ও আরোহীকে মারাত্মকভাবে গণধোলাই দেয় বলে চালক সঞ্জিত দেববর্মার আত্মীয়রা জানিয়েছেন৷ মারাত্মকভাবে দুজনকে মারধর করে ফেলে রেখে এলাকাবাসী সেখান থেকে সরে যায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ রাতেই সঞ্জিত দেববর্মার মৃত্যু হয়৷ অন্যদিকে, আহত বাইক আরোহী শান্তি দাসের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে৷ যদিও, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে দুর্ঘটনায় আঘাত পেয়ে সঞ্জিত দেববর্মার মৃত্যু হয়েছে৷ সঞ্জিত দেববর্মার শরীরের বহু স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ বৃহস্পতিবার বিশ্রমাগঞ্জ থানায় সঞ্চিত দেববর্মার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগে উল্লেখ করা হয়েছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানায় দায়ের করা মামলার নম্বর ০৯/১৮৷ মামলাটি হয়েছে আইপিসির ২৭৯, ৩৩৯, ৩৩৮ এবং ৩০৪ (এ) ধারা মোতাবেক৷