ইচাবাজারে আগুন, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ আমতলী থানার আধীন ইচাবাজারে ঘনবসতীপূর্ণ এলাকায় এদিন অগ্ণিকান্ড ঘটে৷ পরিত্যাক্ত স্থানে আবর্জনার স্তুপে এই অগ্ণিকান্ড৷ প্রত্যক্ষদর্শীরা সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়৷ দ্রুততার সাথে দমকলের দুটি ইঞ্জিন নিয়া কর্মীরা ছুটে যান৷ কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ দ্রুত যদি দমকলের কর্মীরা সেখানে না পৌছত তাহলে গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হত৷ ফায়ার সার্ভিসের কর্মীদের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা৷