নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ হাসপাতালে গিয়ে দুই প্রতিপক্ষীয় রাজনৈতিক দলের চিকিৎসাধীন নেতাদের দেখে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব৷ বিজেপি প্রদেশ সভাপতি বিল্পবকুমার দেব বুধবার জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রত্যাশী খগেন্দ্র জমাতিয়াকে দেখে আসেন৷ দীর্ঘ বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ৷ একই সঙ্গে তিনি মতদানের দিন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর লাঠি চালনায় আহত বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ফরোয়ার্ড ব্লকের প্রত্যাশী বিশ্বনাথ সাহার শারীরিক অবস্থারও খোঁজখবর নিয়েছেন৷ সংশ্লিষ্টদের শারীরিক অবস্থার বিষয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন৷ পরে তিনি চিকিৎসাধীন দুই নেতার দ্রুত আরোগ্য কামনা করে তাদের উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে পাঠানোর যাবতীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন৷ সংশ্লিষ্ট বিষয়ে সব ধরণের সহায়তার আশ্বাসও তিনি দিয়েছেন৷
রাজনৈতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দেখতে রাজ্যব্যাপী সফরে বেরিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীনদের দেখে তিনি ধলাই জেলার বিভিন্ন স্থানে বিজেপি নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে আহতদের দেখতে বুধবার জিবি হাসপাতালে যান৷ তিনি আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন৷ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সন্ত্রাস কবলিত রাজ্যের বিভিন্ন এলাকা সফরে যান৷ প্রথমেই তিনি ধলাই জেলা সফরে যান৷ জিবি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিপ্লব কুমার দেব জানান, শাসকদলের ক্যাডাররা হতাশাগ্রস্ত হয়ে আক্রমণ সংগঠিত করছে৷ কিন্তু এ সবে তাদের বিষয়ে জনমনে ঘৃণার ভাব জন্মাচ্ছে৷ শাসকদলের নেতাদের ইচিত তাঁরা যেন তাঁদের ক্যাডারদে নিয়ন্ত্রণে আনেন৷ অন্যথায় যে কোনও পরিণামের জন্য তাঁরাই দায়ী থাকবেন৷ তিনি আরও বলেন, ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে৷ জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷ এখন সন্ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে শুধুমাত্র অস্থিরতাই বৃদ্ধি করা যাবে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের পর থেকে বিজেপির কর্মী ও সমর্থকদের উপর বিস্তর হামলা সংগঠিত করা হচ্ছে৷ পুলিশ অনেকক্ষেত্রেই কার্যকরী ভূমিকা নিচ্ছে না৷ নির্বাচন কমিশনেরও উচিত সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উল্লেখ করা যেতে পারে, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হলেও পরের দিন থেকেই রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় এবং এতে অনেকে আহত হয়েছেন৷