নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি ঘটনার তদন্তে নেমে ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর সংস্থার ৯টি গাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| বাজেয়াপ্ত ৯টি গাড়ির মধ্যে একটি রোলস রয়েস ঘোস্ট (দাম সাড়ে পাঁচ কোটি), দু’টি মার্সিডিজ বেঞ্জ জিএল ৩৫০ সিডিআই, একটি পোর্শে পানামেরা, ৩টি হোন্ডা গাড়ি, একটি টোয়োটা ফর্চুনার এবং একটি টোয়োটা ইনোভা|
৯টি গাড়ি বাজেয়াপ্ত করা ছাড়াও নীরব মোদীর মিউচুয়াল ফান্ড ও শেয়ার (মূল্য ৭.৮০ কোটি) এবং মেহুল চোকসি গ্রুপের মালিকানাধীন মিউচুয়াল ফান্ড ও শেয়ার (মূল্য ৮৬.৭২ কোটি) বাজেয়াপ্ত করেছে ইডি| যদিও, নীরব মোদীর আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, ‘আমার মক্কেল নীরব মোদী দোষী, এমন কোনও প্রমাণই নেই|’