নজরকাড়া কেন্দ্র বাধারঘাটে জয় পরাজয়ে ফ্যাক্টর কংগ্রেস প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট উৎসব৷ পরিবর্তন ও প্রত্যাবর্তনের রসায়ণে জমজমাট প্রচার শুরু করে দিয়েছে উভয় শিবির৷ ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রটি অন্যতম চমকভরা কেন্দ্র৷ মূল প্রতিপক্ষ বামফ্রন্ট বনাম বিজেপি৷ ১৩ এর নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলে দিলীপ সরকার৷ রাজ্য রাজনীতির দলবদলের হাওয়ায় তিনি বর্তমানে বিজেপির বিধায়ক৷ ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেস প্রার্থী রতন দাস৷ বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ দিলীপ সরকারের সাদাসিদে জীবনযাপন, গ্রহনযোগ্যতা এলাকায় কাজে লাগিয়ে কেন্দ্র দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি৷ অন্যদিকে শাসক দলের দীর্ঘাদিনের লড়াকু নারী নেত্রী তথা রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে প্রার্থী করে ট্রামকার্ড হিসাবে ব্যবহার করছে আসনটি দখল করতে৷ বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন উভয় দলের মনোনীত প্রার্থীরা৷

গত বিধানসভা নির্বাচনে ১৪ বাধারঘাট কেন্দ্রের ভোটার সংখ্যা  ছিল ৫২৬৭২ জন৷ ১৮ এর নির্বাচনে নতুন ভোটার যোগ হওয়ায় সংখ্যা দাড়িয়েছে ৫৩ হাজার৷ ৩৬৪৭ জন নতুন ভোটারকে দলে টেনে কেন্দ্রটি দখল করার প্রচেষ্টা চালাচ্ছে বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস৷ দিলীপ সরকার দলবদল করায় অবাম ভোট বিভাজন হয়েছে৷ এই অবাম ভোট এবং নতুন ৩৬৪৭ জন নতুন যুবা ভোটারদের ট্রামকার্ড করতে চাইছে বামফ্রন্ট৷ উল্লেখ্য, কেন্দ্রটি বরাবর চমকভরা ফলাফল হয় নির্বাচনে৷ অল্প ভোটের ব্যবধানে জয় ও পরাজয় নিশ্চিত হয় ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে৷

এই কেন্দ্রে ১৩ এবং ১৮ তে বুথের সংখ্যা ৭০ থেকে বাড়ানো হয়নি৷ গত নির্বাচনে আরএসপির  প্রার্থী ২৩৬৬৬ ভোট পেয়েছিলেন৷ তৎকালীন কংগ্রেস দলের প্রার্থী দিলীপ সরকার ২৪৩০৯ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ ৬৪৩ ভোটের ফ্যাক্টরে জয় এবং পরাজয় নিশ্চিত হয়েছিল৷ ৩৬৪৭ নতুন ভোটার ও ৬৪৩ ভোট ফ্যাক্টর মিলিয়ে ৪২৯০ ভোট নিশ্চিত করবে কেন্দ্রটির ফলাফল৷

বামফ্রন্ট মনোনীত প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য বাড়ি বাড়ি প্রচারে গিয়ে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ভোটারদের দরবারে৷ তাঁর দাবী, জনগণ অতীতের অভিজ্ঞতার নীরিখে ভোটদান করবেন৷ দলত্যাগী নেতাকে ভোট গ্রহণ করবে না৷ শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহাত রাখতে ভোট উৎসবে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে গণদেবতারা জয়যুক্ত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷

মানুষের কাজের মূল্যায়ণ করবে নির্বাচনে ভোটদান করে৷ বাধারঘাট চৌমুহনীতে শাসক দলের জমির দালালি বন্ধই হবে জয়ের পর৷ ভোট প্রচারে গিয়ে জনতার দরবারে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী তথা এলাকার বিধায়ক দিলীপ সরকার৷ এই কেন্দ্রে অতীতের রেকর্ড ভেঙ্গে পদ্মফুলের প্রতীক চিহ্ণে ভোট দিয়ে ‘চল পাল্টাই’ বার্তা কার্যকরী করবেন জনগণ, দাবি করেছেন দিলীপ সরকার৷

কংগ্রেস প্রার্থী রতন দাসও প্রচারে পিছিয়ে নেই৷ গতবারের জয়ী কেন্দ্র পুণরায় দখল করতে মাটি কামড়ে রেখেছে৷ তবে, বিজেপি ও বামফ্রন্টের লড়াই হলেও কংগ্রেসের ভোট কাটাকাটি বামেদের সুযোগ করতে পারে জয়ের, এমনটা অভিমত পর্যবেক্ষক মহলের  একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *