নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ সিপিএমকে দেখেছেন বারবার, বিজেপিকে একবার পরখ করে দেখুন৷ নির্বাচনী

প্রচারে এসে রাজ্যবাসীর কাছে এই আবেদন রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা রাজনাথ সিং৷ সাথে যোগ করেন, প্রার্থী নয়, পদ্ম চিহ্ণকে দেখেই ভোট দিন৷
শনিবার বড়জলা সুকল মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নিয়ে রাজনাথ সিং বামফ্রন্ট সরকারের সমালোচনায় মুখর হন৷ রাজ্যের হাল বেহাল দাবি করে তিনি মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও বিঁধেছেন৷ তাঁর কথায়, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদে স্বয়ম্ভর হয়েও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উন্নয়নে এই রাজ্য অনেক পিঁছিয়ে রয়েছে৷ তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ক্ষমতায় থেকেও বেকার কেন বেড়েছে, গরিবি কেন দূর হয়নি এবং নারী সংক্রান্ত অপরাধ কেন বেড়ে চলেছে, বামফ্রন্টের প্রার্থীরা ভোট চাইতে আসলে তাঁদের সেই প্রশ্ণ করুন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সরকার কিভাবে পরিচালনা করতে হয় বিজেপির কাছ থেকে শেখা উচিত বামফ্রন্টের৷
এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ২০০৮ সালে রাজ্যের যে অবস্থা দেখেছিলাম তার তুলনায় চুল পরিমান পরিবর্তন এখনও হয়নি৷ শান্তি সম্প্রীতি নিয়ে এদিন তিনি বামফ্রন্টের বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর কথায়, রাজ্যের মানুষ নিরাপদ নন৷ সুখ-শান্তি এরাজ্য থেকে উধাও হয়ে গেছে৷ তাই এই রাজ্য উন্নয়নে পিঁছিয়ে রয়েছে৷ তাঁর দাবি, রাজ্যে শান্তি এবং নিরাপত্তার অভাব হলে উন্নয়ন কোন মতেই সম্ভব নয়৷ কারণ, উন্নয়নের প্রধান শর্ত নিরাপত্তা৷
এদিন রাজনাথ সিং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্ম তুলে ধরে বামফ্রন্ট সরকারের সাথে তুলনা করেছেন৷ তিনি বলেন, ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসার পর থেকে সারা বিশ্বে ভারতের গুরুত্ব অনেক বেড়েছে৷ কোন রাষ্ট্র ভারতকে এখন খাঁটো করে দেখেনা৷ প্রতিবেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, এখন মুখ বুজে কারোর চোখ রাঙানি ভারত সহ্য করেনা৷ উদাহরণ হিসাবে তিনি বলেন, পূর্বের কেন্দ্রীয় সরকারের আমলে পাকিস্তানের সাথে সবসময় সমঝোতার পথে হাঁটা হত৷ ফলে তখন সীমান্তে প্রচুর জওয়ান শহীদ হয়েছেন৷ তিনি বলেন, এখন সীমান্ত রক্ষী বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে গুলি চালালে তার যোগ্য জবাব দিতে হবে৷ এই প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, এমন দৃষ্টিভঙ্গিই ভারতকে জগৎসভায় শ্রেষ্ট আসনে নিয়ে যাবে৷ একইভাবে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলেই সারা দেশে ত্রিপুরাও শ্রেষ্টত্বের দিকে এগিয়ে যাবে৷
তাঁর দাবি, একমাত্র বিজেপি ত্রিপুরাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে পরিনত করতে পারবে৷ তাঁর কথায়, সিপিএমকে বার বার দেখে আসছেন৷ একবারের জন্য বিজেপিকে পরখ করে দেখুন৷ সাথে তাঁর আর্জি, প্রার্থী নয়, পদ্ম চিহ্ণ দেখেই ভোট দিন৷

