সীতাপুর(উত্তরপ্রদেশ), ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশে সীতাপুরে দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত এক দুষ্কৃতি। শনিবার রাতে উত্তরপ্রদেশে সীতাপুরে টহল দিচ্ছিল স্থানীয় থানার পুলিশ। সেই সময় মোটর বাইকে করে এসে তিন জনের এক দুষ্কৃতি দল টহলরত পুলিশের দিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষে আহত হন ১ জন দুষ্কৃতি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর ২ দুষ্কৃতি। আহত দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। আহত ওই দুষ্কৃতিকে পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে ওই দুষ্কৃতির নাম রোহিত সিং। তার বিরুদ্ধে এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুন করার অভিযোগ রয়েছে। এর আগে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ওই দুষ্কৃতিকে যে ধরে দিতে পারবে তাকে ১০০০০ টাকা দেওয়া হবে। অন্য দুই দুষ্কৃতিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকে সমাজবিরোধীদের দমনে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।