মনোনয়ন প্রত্যাহার করলেন সমীর রঞ্জন বর্মন, তালিকায় রয়েছেন কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা, ভোটে লড়ছেন ২৯৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ মনোনয়ন

শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷ ছবি ঃ নিজস্ব৷

পত্রকে ঘিরে সমস্ত প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে স্ক্রুটিনিতে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল৷ শুক্রবার ও শনিবার এই দুইদিনে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও রয়েছেন৷ তিনি বিশালগড় কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন৷ আজ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন৷ এদিকে, কংগ্রেসের কাকড়াবন শালগড়া কেন্দ্রের প্রার্থী সুকুমার চন্দ্র দাস এদিন মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ বাকি ৮ জন নির্দল প্রার্থী এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ৫৯ জন, সিপিআইএমের ৫৭ জন, বিজেপির ৫১ জন, আইপিএফটির ৯ জন, তৃণমূল কংগ্রেসের ২৪ জন, সিপিআই’র ১জন, আরএসপি ১ জন, ফরোয়ার্ড ব্লকের ১জন, আমরা বাঙালি ২৪ জন, আইএনপিটি ১৫ জন, এসইউসিআই ৫ জন, টিপিপি ৮ জন, সিপিআইএমএল ৫ জন, টিএসপি ১০ জন, এনইআইডিপি ১ জন এবং নির্দল প্রার্থী ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

তিনি জানান, শুক্রবার বাগমা কেন্দ্রের নির্দল প্রার্থী পূর্ণমোহন জমাতিয়া, সাব্রুম কেন্দ্রের নির্দল প্রার্থী অলক ভট্টাচার্য, করবুক কেন্দ্রের নির্দল প্রার্থী মনোরঞ্জন ত্রিপুরা এবং রাজনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিমল চন্দ্র দাস মনোনয়ন প্রত্যাহার করেছিলেন৷ শনিবার কাকড়াবন শালগড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুকুমার চন্দ্র দাস, বিশালগড় কেন্দ্রে নির্দল প্রার্থী সমীর রঞ্জন বর্মন, সিমনা কেন্দ্রে নির্দল প্রার্থী বিনোদ দেববর্মা, রামচন্দ্রঘাট কেন্দ্রে নির্দল প্রার্থী অজিত দেববর্মা, কাঞ্চনপুর কেন্দ্রে নির্দল প্রার্থী জিরেন্দ্র দেববর্মা এবং ছামনু কেন্দ্রে নির্দল প্রার্থী হংস চাকমা মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

শ্রীরাম তরণীকান্তী জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন ভোটার যুক্ত হয়ে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন৷ তবে, ভোটের দিন এই সংখ্যায় আরো পরিবর্তন হতে পারে৷ কারণ, ভুয়ো ভোটারের প্রচুর অভিযোগ জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যে তালিকা তৈরি হবে তাদেরকে এএসডি লিস্টে নাম তুলে রাখা হবে৷ তিনি জানান, এখন পর্যন্ত ৬৯৮ টি নাম এএসডি তালিকায় তোলা হয়েছে৷ ভোটের দিন সঠিক প্রমাণ দিলে তবেই তারা ভোট দিতে পারবেন৷ পাশাপাশি আরো জানান, এএসডি লিস্ট মহকুমা স্তরে তৈরি হচ্ছে৷ সরব প্রচারে অন্তিম দিনের আগেই এই তালিকা প্রকাশিত হবে৷

তিনি জানান, ফর্ম-৬ এর মাধ্যমে নতুন ভোটারের আবেদন জমা পড়েছিল ৫০৮১ টি৷ তাতে, গৃহিত হয়েছে ৪১৯৭ টি আবেদন৷ তাতে পুরুষ ভোটার ১৯৫৫ জন এবং মহিলা ভোটার ২২৪২ জন৷ এদিকে, সার্ভিস ভোটারের সংখ্যা হচ্ছে ৫৬৫৭ জন৷ এদিন তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর মোট ভোটার ছিল ২৫ লক্ষ ৫৯ হাজার ২১৬ জন৷ সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন৷

শ্রীরাম তরণীকান্তী জানিয়েছেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রায় ৫০ হাজার ভোটার৷ আগামী ১০ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷ তিনি জানান, ৮ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালট বিলি করা হবে৷ প্রথম দুই দিন পুলিশ কর্মীদের এবং তার পরের দুই দিন ভোট কর্মীদের মধ্যে পোস্টাল ব্যালট বিলি করা হবে৷ এই প্রক্রিয়া মোট পাঁচ দিন ধরে চলবে৷ ইতিমধ্যে পোস্টাল ব্যালট ছাপা শুরু হয়ে গেছে৷

এদিকে, মুখ্য নির্বাচন আধিকারিক মহিলা প্রার্থী এবং মহিলা ভোটারদের তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, নির্বাচনে মোট ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন৷ তাছাড়া মোট মহিলা ভোটার হলেন ১২ লক্ষ ৬৮ হাজার ১৭ জন৷ তাদের মধ্যে সার্ভিস ভোটার ৮২ জন৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন মহিলা ভোটার ২২৪২ জন৷