বিজেপি ও আইপিএফটির কর্মীদের সাথে দফাওয়ারি বৈঠক হিমন্তবিশ্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ জোট সঙ্গী আইপিএফটির কর্মী সমর্থকদের সাথে একাধিক স্থানে শুক্রবার দফাওয়ারি বৈঠক করেছেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ ঐ বৈঠকগুলিতে বিজেপি কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন৷ হাতে হাত মিলিয়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য বিজেপি এবং আইপিএফটি কর্মী সমর্থকদের পরামর্শ দিয়েছেন ড শর্মা৷ এদিন তিনি দলের রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং আইপিএফটি নেতাদের সাথে নিয়ে খোয়াই জেলা ও পশ্চিম জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় বৈঠক করেছেন৷

জানা গেছে, সিমনা, মোহনপুর মহকুমার হেজামারা, তেলিয়ামুড়া মহকুমার দুস্কি, আসারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বাসইবাড়ী, খোয়াই জেলার ছনখোলা এবং শান্তিরবাজারের সুভাষ কলোনীতে বিজেপি এবং আইপিএফটির কর্মীসমর্থকদের সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে ড শর্মা মোদী সরকারের উন্নয়নমুখি কর্মসূচী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের দৃষ্টিভঙ্গী আসন্ন নির্বাচনে প্রচারে তুলে ধরার জন্য পরামর্শ দিয়েছেন৷ ছনখোলায় বৈঠকে ড শর্মা বলেন, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের মধ্যে যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তা খুবই প্রসংশনিয়৷ এই উৎসাহ নির্বাচন পর্যন্ত সকলের মধ্যে একইভাবে জাগিয়ে রাখতে হবে৷ তবেই, বামফ্রন্টকে পরাস্থ করা সম্ভব বলে দাবি করেন ড শর্মা৷

এদিনের বৈঠকগুলিতে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব বিশেষভাবে জোর দিয়েছেন সিপিএমের আসল রূপ তুলে ধরার বিষয়ে৷ তাঁদের বক্তব্য, রাজ্যের মানুষের কাছে সিপিএমের আসল রূপ ফুটে উঠেছে৷ সারা দেশে সিপিএম গ্রহণযোগ্যতা হারিয়েছে৷ এ রাজ্যেও তাঁরা গ্রহনযোগ্যতা হারাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হিমন্তবিশ্ব শর্মা ও সুনিল দেওধর৷ তাদের বিশ্বাস, আগামী ৩ মার্চ নির্বাচনী ফলাফলে তা প্রমাণিত হবে৷ রাজ্যের মানুষ সিপিএমকে যোগ্য জবাব দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *