মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি.স.) সমস্ত রকমের বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধকে পেছনে ফেলে দুরন্ত গতিতে এগিয়ে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। গত মাসের ২৫ শে জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। প্রথম সপ্তাহের শেষে এখনও পর্যন্ত ১৬৬ কোটি টাকায় আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি উত্তর ভারতের কয়েকটি রাজ্যের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি পদ্মাবত। যদি সমস্ত প্রেক্ষাগৃহেই মুক্তি পেত তা হলে প্রথম সপ্তাহেই ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারত পদ্মাবত। অন্যদিকে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় পদ্মাবত ভাল ব্যবসা করেছে বলে জানা গিয়েছে। আশা করা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ২০০ কোটি টাকার আয়ের গণ্ডি ছাড়িয়ে যাবে পদ্মাবত।
উল্লেখ্য, প্রায় ১৯০ কোটি টাকা খরচ করে পদ্মাবত সিনেমা বানানো হয়েছে। সিনেমাটি অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর। মধ্যযুগের রাজপুত রানি পদ্মিনীর জীবন কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে পদ্মাবত।