আমৃতসর, ৩১ জানুয়ারি (হি.স.): রাহুলের জ্যাকেট কাণ্ডে এবার নিজের মতামত ব্যক্ত করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধু। তিনি বলেন গুরুত্বপূর্ণ পদে বসে থাকা সত্বেও খুব সাধারণ জীবন যাপন করেন রাহুল গান্ধী। বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সিধু বলেন তারা কি রাহুল গান্ধীর জ্যাকেট দামের বিলটি দেখেছে? তা হলে তারা এমন অভিযোগ করছে কেন?
উল্লেখ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক অনুষ্ঠানে রাহুল গান্ধী ব্রিটিশ ফ্যাশন ব্রান্ড বারবেরির জ্যাকেট পড়ে গিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৮,১৪৫। অর্থাৎ প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি। এর পরেই রাহুলের নিন্দায় মুখোর হয়ে ওঠে বিজেপি। প্রসঙ্গ এর আগে ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর উপলক্ষ্যে ১০ লক্ষ টাকা স্যুট পরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখোর হয়েছিল রাহুল গান্ধী। এরই পাল্টা দিল বিজেপি। বুধবার এই নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দাগেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী।