নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ ভোটের কাজে নিযুক্তদের মকফল বুধবার থেকে শুরু হচ্ছে৷ প্রতি বিধানসভা কেন্দ্রের জন্য ৪ জন করে জেলা ভিত্তিক প্রশিক্ষক রয়েছেন৷ তাঁরাই প্রশিক্ষণ দেবেন৷ তাছাড়া আগামী সপ্তাহ থেকেই ইভিএমের কমিশনিং শুরু হয়ে যাচ্ছে৷ মঙ্গলবার এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারীক তাপস রায়৷
তাঁর কথায়, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী একত্রে ৪০ থেকে ৪৫ জনের বেশী প্রশিক্ষণ দেওয়া যাবে না৷ তাই, এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৪ জন করে জেলাভিত্তিক প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে৷ বুধবার থেকে মকফল শুরু হয়ে যাবে৷
এদিন তিনি আরও জানান, ইভিএমের কমিশনিংও আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে৷ তিনি জানান, প্রতি ইভিএম পিছু দুইজন করে ইঞ্জিনিয়ার কমিশনের কাছে চাওয়া হয়েছে৷ ইভিএম কমিশনিংয়ের সময়ই তাদের থাকা খুবই প্রয়োজনীয়৷