নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ ভোট বিভাজন আটকানোই মূল লক্ষ্য৷ তাই, রাজ্যে এসে সোজা মহারাজ প্রদ্যুৎ
কিশোর মাণিক্য বাহাদুরের সাথে দেখা করলেন বিজেপি’র নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা৷ দীর্ঘসময় তাঁদের মধ্যে রূদ্ধদ্বার বৈঠক হয়েছে৷ নির্বাচনকে ঘিরে উন্মাদনা যেখানে তুঙ্গে, সেখানে প্রদেশ কংগ্রেসের কার্য্যকারী সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে হিমন্ত বিশ্ব শর্মার একান্তে আলোচনা রাজনীতির নয়া সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
বিজেপি সূত্রে খবর, মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ৷ এবার তিনি ভোটে দাঁড়াননি৷ কিন্তু, কংগ্রেসের সাথে উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির জোট গঠনে তাঁর সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে৷ আইএনপিটি, এনসিটি এবং আইপিএফটি তিপ্রাহার রাজেশ্বর দেববর্মার সাথে কংগ্রেসের জোট নিয়ে তাঁর বৈঠকও হয়েছে৷ তাতে, কোন ফল মিলেনি ঠিকই৷ কিন্তু, কংগ্রেসী ঘরাণার একজন বিশিষ্ট নেতা হিসেবে তিনি ছাপ রাখতে পেরেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
তবে, আজ মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে বিজেপি’র বৈঠক রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের বার্তা বহন করছে বলে দাবী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷ এদিন রাজ্যে এসেই হিমন্ত বিশ্ব শর্মা দলের রাজ্য প্রভারী সুনীল দেওধরকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে দেখা করতে যান৷ দীর্ঘ সময় তাঁদের বৈঠক হয়৷
বৈঠকের নির্যাশ কিছুই জানাননি হিমন্তবাবু, এমনকি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরও৷ তাঁদের দাবি, এই সাক্ষাত নেহাতই সৌজন্যমূলক৷ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বহুদিন ধরে উজ্জ্বয়ন্ত প্রাসাদ দেখার সাধ ছিল৷ সেই টানেই আজ ছুটে এসেছি৷ এই সাক্ষাত রাজনৈতিক নয় বলে দাবি করেন তিনি৷ তবে, আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরকে রাজ্যসভায় দেখা যেতে পারে বলে উল্লেখ করেন হিমন্তবাবু৷ এক্ষেত্রে কোন দলের হয়ে তিনি রাজ্যসভায় যাবেন তা বাছাই করার দায়িত্ব প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের উপরই ছেড়েছেন হিমন্তবাবু৷ তাঁর কথায়, আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরকে রাজ্যসভায় দেখা যেতে পারে৷ তবে, কোন দলের হয়ে তিনি রাজ্যসভায় যাবেন, সেটা তাঁকেই স্থির করতে হবে৷
এদিন মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর বলেন, সৌজন্যমূলক সাক্ষাতকারে তাঁরা আজ মিলিত হয়েছেন৷ রাজনীতির সাথে এই সাক্ষাতের কোন সম্পর্ক নেই৷ সাথে তিনি যোগ করেন, কংগ্রেস এবং বিজেপি উভয় দলই মনে করে দেশের কাছে সবচেয়ে চিন্তার কারণ এখন কমিউনিস্টরা৷ এক্ষেত্রে কমিউনিস্টদের বিরুদ্ধে যেকোন লড়াইয়ে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন৷
এই সাক্ষাত রাজনৈতিক নয় বলে তাঁরা দাবি করলেও, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এদিন স্পষ্ট জানান, নির্বাচনী মুহুর্তে এই সাক্ষাতে অবশ্যই রাজনীতি নিয়েই আলোচনা হবে৷ তাঁর বক্তব্য, ড হিমন্ত বিশ্ব শর্মা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই বৈঠক হয়েছে৷ তবে, বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে স্পষ্ট তিনি কিছুই জানাননি৷ ফলে, নির্বাচনী মুহুর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে বিজেপির বৈঠক রাজনীতির নয়া সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট বিভাজন বিজেপির মূল চিন্তার বিষয়৷ ফলে, ভোট বিভাজন আটকাতে সব রকমভাবে চেষ্টা চালাবে বিজেপি৷ এদিনের এই সাক্ষাত এরই অঙ্গ বলে মনে করা হচ্ছে৷
এদিকে, আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার সাথেও এদিন রাতে হিমন্ত বিশ্ব শর্মা বৈঠক করেছেন৷ এই বৈঠক জোট মজবুত করার আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে৷ এদিন, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, দুপুরে দলের নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে এসেছেন৷ রাতের মধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও এসে গেছেন৷ তাঁর কথায়, হিমন্তবাবু দলের সাংগঠনিক বিষয়ে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার জন্য রাজ্যে অবস্থান শুরু করে দিয়েছেন৷ তাতে রাম মাধবও নানা পরামর্শ দেবেন৷ এদিকে, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন রাম লাল আগামী ১ ফেব্রুয়ারী দুইদিনের জন্য রাজ্যে আসছেন বলে জানিয়েছেন বিপ্লববাবু৷